পায়ের নীচে এক সমুদ্র সরষে গড়াগড়ি,
একপা' এদিক, একপা' ওদিক- চটুল ফিঙে-
চতুর্দিকেই পথের ছড়াছড়ি।
আমি তো চাই , মৌণ পাহাড় হতে-
আমি তো চাই -অন্ধকারের চৌমাথাতে-
ঠায় বসে রই- তারার আসন পেতে ।
অন্ধকারের অতল পাত্র
আমূল শূন্য হলে
অনেক দূরকে ভেঙেচূড়ে ফেলে -
আলোক হাতে ফেরিওয়ালা
ঠিক দাঁড়াবে এসে ।
চাই বা না চাই ,
আলোক ছুঁড়ে দিয়ে
ভিজিয়ে দেবে - আদ্যপান্ত ,
যেন আমি পোড়ামাটি সেই-
অথৈ বৃষ্টি হিংসে করে
পুড়িয়েছিল যাকে!
বুকের তলে দগ্ধ ভিটে ,
ছিন্ন ঘরবাড়ি,
কান পাতলে কবুতরের অবাক গৃহস্থালী
সব পুড়ে ছাই , চাই- বা - না- চাই-
সব কেবলই ছাই ,
এখন আমি ,
এই অবেলায় কোথায় তবে যাই ?
—————————
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৪