আমি জানি,
একটু পরেই আলোটুকু নিভে যাবে,
দিন চলে যাবে অন্যদিনের ঘরে
তবু আমি থাকি দরজার পাট খুলে,
যদি সে থমকে দাঁড়ায় মনের ভুলে !
জানি আমি ,
বেলাশেষে ফুল সৌরভ মুছে ফেলে-
পাঁপড়ির মায়া ছেড়ে দেবে অনায়াসে,
তবু আমি চাই জল ঢেলে দিতে পায়ে
যদি সে সুবাস থাকে বাতাসের গায়ে ।
আমি জানি,
তুমি ব্যস্ত এখন মেলা-
দুচোখে নবীন স্বপ্নের আনাগোনা
তবু আমি চাই, সন্ধ্যার কিছু আগে
দুচোখে পুরনো স্বপ্নরা যেন জাগে ।
জানি আমি -
আজ অমাবশ্যার ঘোর
ঘরজুড়ে শুধু কাঁদবে অন্ধকার ।
তবু আমি চাই, তোমার আকাশে চাঁদ
ধুয়ে মুছে দিক কালোর আর্তনাদ।
————
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২২ বিকাল ৫:১২