গীটার ভায়োলিন এমনকি গ্রামের বাড়ির বেড়াগুলা
বান্ধা থাকে ধাতব তার দিয়া যা দেখতে সূতার মতো।
এগুলার বন্ধন সুর, ঘর ইত্যাদি তৈয়ার করে।
মাকড়সা তার নিজস্ব সূত্র ব্যাবহার কইরা হত্যাকান্ড ঘটায়,
সূতার উপরে প্রেমে পড়ে, আর শেষতক বাঁইচা থাকে।
আমরা ব্লাউজের সূতা ছুটাই যখন আমাগোর
দেহ মেদবহুল হয়া ওঠে,
স্তনের সাথে সাথে পিঠটাও আয়তনে বাড়ে,
অতএব অপ্রয়োজনীয় সূতা আমরা কাটি, ফালায় দেই-
আমাগো পারস্পরিক বন্ধনে এক ধরনের সূতা থাকে, অদৃশ্য।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫০