আমি জানি সবার দৃষ্টি অন্য কোথাও আঁটকে থাকলেও,
তুমি আমাকে সবসময়ই দ্যাখো।
সবচেয়ে কাছাকাছি থাকো তুমি, শুধু আলিঙ্গন অপেক্ষা।
আমার স্মার্টফোন আমার বন্ধুবেশী মানুষেরা
আর যত বইপত্রের গাদা সবাই ভুলে যাবে ঠিকই,
এইসব জাজ্বল্যমান সিগারেট, উৎকট সঙ্গীত, যতরকম হাস্যরস
কেউ আমার নয়, ধার করা আনন্দ শুধু। অথবা-
বেঁচে থাকার ব্যর্থতায় সান্ত্বনার মতো।
যতসব সর্বনামে তোমাদের ডাকি, সাড়া দিই,
শীতল আর উষ্ণ কন্ঠ নিয়মিত বা অনিয়মিত,
শুনছি দেখছি, অস্থায়ী মগজে বিশ্লেষণ করছি সব;
স্থিরতা ছাড়া সকল ক্রিয়াপদ থেমে যাবে।
শুধু আলিঙ্গন অপেক্ষা।