কাঁচ ভেদ করে দেখি ঘুরে যাচ্ছে মুখমণ্ডল
কি নেশায় পেরিয়ে যাচ্ছে সীমান্তরেখা!
উঠে পড়ুন, উঠুন! দেখুন অলক্ষ্য পথ
আর কোন অনুপ্রবেশকারী নেই, না নেই।
বাহিরে এমনকি ভেতরেও নেই।
অযথাই হেঁটে পাড়ি দিলেন!
পারছি- আমিও পেরে উঠছি মনে হচ্ছে।
নির্বিষ সর্পিল চলমান সাপ এবং
চিলের তীক্ষ্ণ চোখ নিয়ে বেঁচে থাকুন।
নিঃশব্দে কিছু সুর দেবে যাবে ঘড়ির কাঁটায়
পা এবং চোখ উড়ন্ত পায়রার আক্ষেপে জন্মাবে পরগাছা।
নামুন এই দুর্গন্ধময় শহরে, ঝাঁপিয়ে পড়ুন