বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে সরকার নানা ধরণের প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সরকারী-বেসরকারী অংশীদারি (পিপিপি) খাতে বেশি অর্থ বরাদ্দের পাশাপাশি প্রকল্পের সংখ্যাও বাড়ছে। পিপিপিতে সফলতা আনতে নেয়া হচ্ছে নতুন উদ্যোগ। আবারও বাড়ানো হচ্ছে বরাদ্দ।চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ খাতে দুই হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে। সরকারী-বেসরকারী উদ্যোগে ছোট-বড় চুক্তি ও প্রকল্প বাস্তবায়নে ভোগান্তি কমাতে জাতীয় সংসদেএই পিপিপি আইন পাস হয়েছে। এর ফলে এ খাতে বিনিয়োগ অনেক বাড়বে। পিপিপির মাধ্যমে সমুদ্র ও বিমানবন্দর, সাধারণ ও বিশেষায়িত হাসপাতাল, সড়ক ও রেলপথ এবং বড় বড় সেতু নির্মাণ করা হচ্ছে। বর্তমানে ৪৪টি প্রকল্পের মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ তিনটি প্রকল্পের কাজ। পিপিপি হচ্ছে দীর্ঘমেয়াদী অংশীদারি ব্যবস্থা, যেখানে জনগণকে সেবা দেয়ার উদ্দেশ্যে বেসরকারী খাত বিনিয়োগ করে থাকে। এতে সরকারের সঙ্গে বেসরকারী খাতের চুক্তি হয়। সমুদ্রবন্দর, বিমানবন্দরসহ বড় বড় স্থাপনা বা অবকাঠামো নির্মাণ, যা সরকারের একার পক্ষে সম্ভব নয় , পিপিপির মাধ্যমে তা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় স্থাপনা, অবকাঠামো উন্নয়ন বা নির্মাণ এই পিপিপির মাধ্যমে হচ্ছে। এভাবে পিপিপির মাধ্যমে নানা ধরণের উন্নয়নের মধ্য দিয়ে পাল্টে যাচ্ছে দেশ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৫০