ঁকোন বাচ্চা ছেলেমেয়ে দেখলে তাদের সাথে কথা বলতে আমার খুব ইচ্ছা করে (আসলে সবারই তো তা করে!!)।
কিন্তু সবচেয়ে মজা লাগে যে কোন বিষয়ে তাদের সরল বিশ্লষন শুনে।
একবার এক পিচ্চিকে জিজ্ঞাসা করেছিলাম, গরু ইংরেজী .....COW..কেন?
পিচ্চি হঠাৎ শুনে প্রথমে থৎমত খেয়ে গেল।
ক্লাস টু-থ্রির বাচ্চা " গরু ইংরেজী কি ?" এ ধরনের প্রশ্ন আশা করে।
কিন্তূ "ইংরেজী .....COW..কেন?".....
কিন্তু, ক্ষুদে সক্রেটিস কি প্রশ্ন শুনে ভয় পায়। মুহূর্ত পরেই উত্তর দিল,
" ইংরেজী দেশের গরুগুলো কাউ কাউ করে ডাকে তো তাই....."
হাঃহাঃ
[আসলেই শিশুরা স্বাভাবিক মানুষের তুলনায় অনেক দ্রুত চিন্তা করতে পারে]
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৩