সাত সংখ্যাটা আসলেই প্রথমে মনে আসে লাকি ৭ এর কথা।৭ সংখ্যাটা লাকি কেন? এই পৃথিবীতে যত কিছু ৭ সবই কি ভালো কিছু বহন করে?বাস্তব জীবনে কোনও সংখ্যাকে কোনদিন তেমন গুরুত্ব না দিলেও সপ্তম বর্ষপূর্তি হিসেবে ৭ সংখ্যাটি চোখের সামনে বার বার ঘুরাফেরা করছে।
এই জগতে ৭ এর প্রভাব মারাত্মক। কেন যে ৭ সংখ্যাটা ওতপ্রোত ভাবে সব জায়গায় জড়িত বোঝা মুস্কিল। এই যেমন, সপ্তাহের দিন সাত টা আবার রঙধনুর সাত রঙ। সুরের ক্ষেত্রেও বলা যায় সপ্তক স্কেল। পৃথিবীকে ভাগ করলে পাবেন সাত মহাদেশ আবার জীবন রক্ষাকারী পানি,এর মানও কিন্তু সাত।
আকাশের সপ্তর্ষিমণ্ডল বা সাত তারার গুচ্ছকে যেমন হিন্দুরা গুরুত্ব দেয় তেমনি রোমান ধর্মে সাত সংখ্যাটিকে পৃথিবী সৃষ্টির সংখ্যা হিসেবে ধরা হয়। ক্রিসটান ধর্মে সাত কে গননা করা হয় মা মেরির সাতটি সুখ আর সাতটি দুঃখ হিসেবে।তেমনি মুসলিমদের সাত আসমান আর সাতটি বেহেশতের কথা তো সবারই জানা।
তাই এই ব্লগের সাথে সাত বছর থাকতে পারাটা নিতান্তই আনন্দের।কোনও এক বিশেষ ব্যাক্তি বলেছিলেন,প্রতিদিন কিছু না কিছু পড়। সেই থেকে পড়া শুরু করেছি, এখনও পড়ছি। পড়তে পড়তে কতদিন আর চুপ করে থাকা যায়, তাই মাঝে মাঝে সাহস করে লিখেও ফেলি। তাই আমার পোস্টের সংখ্যা আমার সাহসের মতো হলেও পড়তে একদিনের জন্যও সাহসের অভাব হয় না।
কতো বিচিত্র এই ব্লগ। সবাই লেখে, কেউ ছদ্মনামে আর কেউ নিজ নামে। কতো জ্ঞান, কতো শব্দভাণ্ডার আর কতো যে বিষয় আছে লেখার তা ব্লগে না আসলে বুঝা যাবে না। সবাই যে বলে সমাজে অবক্ষয় হচ্ছে, সমাজ লাটে যাচ্ছে কিন্তু এই যে একঝাক লেখক ,পাঠক তারা তো সমাজেরই অংশ।তাদের দেখলে কি মনে হয় সমাজের ক্ষতি হচ্ছে। বরঞ্চ মনে হয় যে, তারাই আগামিতে নতুন এক বাংলাদেশ উপহার দিবে।
ব্লগ একটি চলমান প্রক্রিয়া।এখানে বিভিন্ন ধরনের লেখা যেমন আসে তেমনি বিভিন্ন ধরনের লেখকও আসে। অতীতে অনেক ভালো ব্লগার যারা ব্লগ ছেড়ে চলে গেছেন তারা কি সত্যিই ব্লগ ছেড়ে গেছেন? আমার তো মনে হয়না।যেখানে প্রতিটি লেখাই নিজের সন্তানের মতো সেখানে তারা তাদের সন্তানকে ছেড়ে কিভাবে থাকবেন? তারা আছেন আমাদের আশেপাশেই।
সামু হচ্ছে একাধিক প্রজন্মের সাক্ষি। প্রজন্ম হতে প্রজন্ম অনেক পার্থক্য থাকে, সেটা রাজনৈতিক প্রেক্ষাপট, শিক্ষাব্যাবস্থার পরিবর্তন, সামাজিক পরিবর্তন বিভিন্ন কারনে হতে পারে, তাই সামুতে লেখকের ধরণ, লেখার ধরনও সময় হতে সময় ভিন্নতর হতে পারে।আগে ব্লগ জমজমাট ছিল কিন্তু এখন নেই এগুলো আমার কাছে ফালতু কথা মনে হয়। ব্লগ ঠিকই আছে ,তবে লেখার মান অনেক সময় উঠানামা করে –এই যা পার্থক্য।
সবশেষে সবার কাছে অনুরোধ , আপনারা কমেন্ট করুন। প্রচুর কমেন্ট করুন। ভাল-মন্দ, গঠনমূলক সমালোচনা করুন। কমেন্ট একজন ব্লগারকে অনেক উতসাহ দেয়। তার ভালো মন্দ সে নিজে যাচাই করতে পারে আর পরিশেষে নিজেকে পরিবর্তনের দ্বার উম্মুক্ত করে দেয়।
সবাই ভালো থাকুন, ব্লগিং করুন, সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪