গত দুই বছরের পরিসংখ্যান বলে, বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে। হঠাৎ একটা ম্যাচ খারপ খেলা মানে এই না তারা আর কোন দিন ভাল খেলতে পারবেনা। কাটা ঘায়ে নুনের ছিটা দেয়াটা যতটা আনন্দের, মলম লাগানটা বোধ হয় ততটা আনন্দ দায়ক নয়!
খেলাকে কেন্দ্র করে প্লেয়ারদের বাসায় ভাঙ্চুর করা কোন ভাবেই সুস্থ মানুসিকতার পরিচয় নয়। ভূল করে না এমন কোন মানুষ নিশ্চই খুজে পাওয়া যাবে না। এখন কারও ভূলের কারনে যদি তার ঘরে গিয়ে আক্রমন করা হয় তাকে কি ভাবে ভাল কাজ বলব!
আমরা প্রত্যেকেই নিজের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কোন কোন না কোন ভূল করছি, আবার সেই ভূল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া|
যখন সাকিব, তামিমরা জানতে পারবে খেলাকে কেন্দ্র করে তাদের বাসায় আক্রমণ করা হয়েছে, তাদের পক্ষে কি তখন আর ভাল খেলা সম্ভব হবে? তারা কি চরম মানুসিক কষ্ট পাবে না? যার ফলে তাদের পক্ষে পরবর্তী ম্যাচ গুলোতে ভাল খেলাটা আসলেই দূরহ হয়ে পরবে।
আমরা যদি এই খারাপ সময়ে সাকিব বাহিনীকে পজেটিভ সার্পট দেই নিশ্চই তারা নতুন ভাবে লড়াই করার অনুপ্রেরণা পাবে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১১ বিকাল ৩:০৭