কথায় বলে হুজুকে বাঙ্গাল। জানি না এই কথার সত্যতা কতটুকু, তবে এতটুকু বলতে পারি, আমরা বোধ হয় অনেক কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, বা যা সঠিক বলে মনে করে সিদ্ধান্ত নেই,কিছু দিন পরে প্রমাণিত হয় এটা ছিল মারাত্বক ভুল।
যখন এদেশে প্রথম পলিথিন ব্যাগের প্রচলন শুরু হলো আমরা যার পর নাই খুশি ছিলাম । আমরা ভেবেই নিয়ে ছিলাম পলিথিন ব্যাগ নিঃসন্দেহে আর্শীবাদ সরূপ এসেছে আমাদের প্রাত্যহিক জীবনে। বাস্তবিক পলিথিন ব্যাগ আজ আমাদের জাতীয় জীবনে কত বড় হুমকি তা বোধ হয় আর কাউকে ব্যাখা করে বুঝিয়ে দেয়ার দরকার নেই।
হঠাৎ করেই সি এফ এল বাতি যেন আমাদের জীবনে আর্শীবাদ হয়ে এসেছে!! সরকারের পক্ষ থেকে প্রায়ই বলতে শুনি ৮ কোটি সি এফ এল বাতি ব্যবহার করে আমরা নাকি প্রতিদিন প্রায় ৮৬০ মেগা ওয়াট বিদ্যুত সাশ্রয় করতে পারি । আর তাই তো সরকার গত বছর থেকে ঢাকা শহরে ফ্রী সি এফ এল বাতি বিতরণ শুরু করে। আর এই কার্যক্রম সফল করতে সরকার কয়েক শত কোটি টাকা বিশ্ব ব্যংক থেকে ঋণ নেয়।
গত ১০ ফেব্রয়ারী ইন্ডিপেন্ডেন্ট টিভির এক অনুসন্ধানী রিপোটে দেখলাম সি এফ এল বাতি যখন ফেলে দেয়া হবে, তখন প্রায় ২লাখ ৪০ হাজার গ্রাম পারদ যুক্ত হবে পরিবেশে যা আমাদের পরিবেশের জন্য বয়ে আনবে মারাত্বক হুমকি।
আরও বিস্তারিত জানতে নীচের লিংকটি দেখুন:
এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:০৩