আমাদের দেশে টিভি মিডিয়া আজ অনেক শক্তিশালী। টিভি চ্যানেল গুলো অনেক বস্তুনিষ্ঠ ভাবে প্রকাশ করছে জনগণের মতামত। যা দেখে সত্যি ভাল লাগে।
আগে একটা সময় ছিল যখন, টিভি বিজ্ঞাপন বলতে স্ক্রিনে দেখান হতো পণ্যের ষ্টিল ছবি, কোম্পানীর নাম ঠিকানা আর পেছনে থাকত ভয়েস। প্রযুক্তিগত কারণে এবং কিছু তরুণ মেধাবী নির্মাতাদের কল্যাণে দেশে এখন অনেক মান সম্পণ্য বিজ্ঞাপন নির্মাণ হচ্ছে। এমনও বিজ্ঞাপন আছে যা দেখলে চোখের সামনে মায়ের মুখটি মনেপরে যায়, কখনও মনে পরে শৈশবের সেই ফেলে আসা দিন, কিংবা বিশ্ববিদ্যালয়ের ফেলে আসা সেই সব স্বর্ণালী দিন।
কয়েক দিন আগে রং ফর্সাকারী ক্রীম (এ্যারমা) এর একটি টিভি বিজ্ঞাপন চোখে পরল,যা দেখে খুবই খারাপ লেগেছে। বিজ্ঞাপনটির বিষয়বস্তু এমন; এক ভদ্রলোক বিয়ে করেছেন কালো মেয়ে। আর তাই ভদ্রলোকের পরিচিত জনেরা মন্তব্য করছে, ছি! এমন কুৎসিত মেয়ে বিয়ে করল, এক বন্ধু মুঠফোনে বলছে, জানিস ও একটা কাউয়া (কাক) বিয়ে করছে। বিজ্ঞাপনটির শেষের অংশে দেখান হয় এ্যারমা রং ফর্সাকারী ক্রীম মেখে মেয়েটি এখন ফর্সা এবং সবাই তাকে স্বাভাবিক ভাবে নিচ্ছে।
আমি বুঝি না চ্যানেল গুলোতে কি সেনসর বলে কোন ব্যাপার নেই, নাকি তারা কেবল টাকা উপার্জনের কথাই ভাবেন। আমাদের সমাজে প্রতিনিয়ত কালো মেয়েরা অবহেলিত হচ্ছে। এ ধরণের বিজ্ঞাপন অবশ্যই এ প্রবনতাকে আরও উশকে দেবে, যা কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়। নিঃসন্দেহে বিজ্ঞাপনটি বর্ণবাদ পুষ্ট একটি বিজ্ঞাপন।
কবে শেষ হবে কালো মানুষ আর সাদা মানুষের বৈষম্য? এ থেকে কি আমাদের মুক্তি নেই?? মানুষ সৃষ্টির সেরা জীব - এটি চির সত্য। এখানে কেউ প্রশ্ন করে না সাদা মানুষ না কালো মানুষ সৃষ্টির সেরা জীব। তার পরেও যারা সাদা আর কালো নিয়ে বিভেদ তৈরী করে তাদেরকে আমরা কি বলব; সুবিধাবাদী, স্বার্থপর, পাগল নাকি মূর্খ।