মাগুরছড়া ব্লো-আউটের ১১ বছর পূর্ণ
ক্ষতিপূরণ আদায়ে কিছু সুপারিশ
(ধারাবাহিক-১৩)
---সৈয়দ আমিরুজ্জামান
মাগুরছড়া ও টেংলাটিলার ক্ষতিপূরণের জন্য আন্দোলনকারী বিভিন্ন দল ও জন সংগঠনঃ
'মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি'('National Committee to realize the compensation for damaging gas resource & environment in Magurcherra'), তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট, গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন, তেল-গ্যাস লুন্ঠন প্রতিরোধ ছাত্র-যুব আন্দোলন, তেল-গ্যাস লুন্ঠন প্রতিরোধ প্রচার সেল, কমিউনিষ্ট পার্টি, জাসদ, ন্যাপ, গনতন্ত্রী পার্টি, গণফোরাম, সাম্যবাদী দল, কৃষক শ্রমিক সমাজবাদী দল, গণ-আজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, ১১ দল, জাতীয় গণফ্রন্ট, ৫ বাম দল, বিপ্লব ঐক্য ফ্রন্ট, গণ সংহতি আন্দোলন, বাসদ, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ, বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবি সমিতি (বেলা), জন উদ্যোগ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩