চলছে আমাদের গৌরবময় ইতিহাস বিজয়ের মাস। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য দেশ স্বাধীন করার যুদ্ধে ১৯৭১ এ ঝাপিয়ে পড়েছিলো সব শ্রেনীর মানুষ। আর এইদেশের মানুষের পাশে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন কিছু ভিনদেশী মহামানব ও মহামানবী। আমরা আমাদের দেশের বীর সন্তানদের নাম জানি যারা তাদের জীবনের বিনিময়ে এবং জীবন বাজি রেখে উপহার দিয়েছে আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালে এমন কিছু মহামানব ছিলেন যাদের অবধান একজন বাংলাদেশী হিসেবে কখনো ভুলবার নয়। আমরা সেই মহামনব ও মহামানবীর কাছে চিরকৃতজ্ঞ। যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন তাদের নাম থাকবে সবার উপরে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের সম্পর্কে বলতে হবে। বাংলাদেশের স্বাধীনতার পেছনে তাদের অবদান সম্পর্কে স্পস্ট ধারনা দিতে হবে নইলে এ কলঙ্ক ভার আমাদের নিজেদেরকেই বইতে হবে। আমরা স্বার্থপর জাতি নই।
নীচে ছবি সহ সেই সব মহা মানব- মানবীর নামের তালিকা দেয়া হলো যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সহজেই তাদের চিনতে পারে আর শ্রদ্ধার শিখরে তাদের বসাতে পারে।
১। সাবেক ভারত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
২। কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী জর্জ হ্যারিসন
3. প্রখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশংকর
৪। জেনারেল জে এফ আর জেকব
৫। যৌথ বাহিনীর কমান্ডার ইন চিফ লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
৬। যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর এডওয়ার্ড কেনেডী
৭। লন্ডনে ভারতের সাবেক হাইকমিশনার আপা পান্থ
৮। পাকিস্তানের সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আজগর খান
৯। সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের তৎকালীন প্রধানমন্ত্রী আলেক্সি কসিগান
১০। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট
১১। যুক্তরাষ্ট্রের রিচার্ড টেইলর
১২। পাকিস্তানের কবি ও সাংবাদিক আহমেদ সালিম
১৩। সোভিয়েত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা এডমিরাল জুয়েনকো
১৪। নেপালের প্রেসিডেন্ট রামবরণ জাদব
১৫। ভারতের কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকর
১৬। সলীল চৌধুরী
১৭। গোবিন্দ হালদার
১৮। মুম্বাইয়ের তৎকালীন প্রথম সারির নায়িকা ওয়াহিদা রহমান
১৯। উইলিয়াম এএস ঔডারল্যান্ড