বৃষ্টি মানেই আনন্দময় কিন্তু কি যেন নেই,সত্যিই বিষাদময়!
হবে কী আমার বৃষ্টি বিলাসী প্রেমী?
মেঘলা দিনে বসে তুমি আর আমি।
হবে কী আমার মেঘলা দিনের প্রাণ?
মুখোমুখি বসিয়া শুনাব বাদলেরও গান।
হবে কী আমার টিনের চালের বৃষ্টি রাশি?
টিপটিপ শব্দ খানি বেশি ভালবাসি।
হবে কী আমার মেঘলা আকাশের মেঘ?
সাজিয়ে দিব নতুন রূপে পিছনের সব শেষ।
হবে কী আমার বর্ষার মেঘ বালিকা?
নব প্রভাতে শুনাব আজ শেষের কবিতা।
হবে কী আমার বর্ষার প্রথম কদম ফুল?
তোমাতে সঁপিয়া প্রাণ হব যে ব্যাকুল।
হবে কী আমার সন্ধার আকাশ?
পবনে পবনে লইব গভীর নিঃশ্বাস।
ওগো প্রেমী?হবে কী আমার বৃষ্টি বিলাসের আশা?
মেঘলা আকাশে,মেঘলা বাতাসে খোঁজি যে তোমারই ভালবাসা!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯