যদি ডেকে বলি ভালবাসি,গ্রহন করবে আমায়?নিশ্চুপ নিরবতা ভেঙে জরিয়ে ধরবে আমায়?
ভালবাসি ভালবাসি বলবে কি আমায়?
খোলা চিঠি দিলাম উড়িয়ে মুক্ত পবনে
তোমাকেই ভালবাসি,তোমাকেই ভালবাসি
বসন্তের সকালে,গ্রীষ্মের দুপুরে,শরৎ এর সন্ধায়-
হেমন্ত যে আর আসবেনা মন্দায়।
বর্ষার ভালবাসা না হয় নাই বা বললাম কদম ফুল আর বৃষ্টির গল্পই তো বেশি শুনাব তোমায়।
বর্ষায় তোমাকে নিয়ে প্রেম কাব্যে মাতব প্রেম কাব্যের প্রেমগুলো একটা একটা করে শুনাব।জীবন বন্দানা জুড়ে কতটুকু যে আছ তুমি তা আমিই জানি।তোমার চোঁখ,তোমার চুল, তোমার হাসি,তোমার ঠোঁট,তোমার সমস্ত শরীরের ঘ্রান আমায় আকুল করে তোলে।
বাতাসে তোমার গন্ধ পাই,তোমার মেঘ কালো চুলের গন্ধ পাই।মেঘের দেশে তোমায় দেখতে পাই,যেন এক মেঘ বালিকার বেশে।
মন যে হায় আর কিছু নাহি চায়,তোমাকেই দেখতে চায় বারেবার।
তোমাকেই ভালবাসি তোমাকেই ভালবাসি-
হৃদয়ের কপাট শুধু তোমারই জন্য খোলা।চলে এসো,অপেক্ষায় আছি।কতটা ভালবাসি জেনে যাও,কিছুটা দিয়ে যাও না হয় কিছুটা নিয়েই যাও।তবুও একবার এসে দেখ আমায় কতটুকু ভালবাসি তোমায়।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৫