তোমাদেরকে আমি হয়ত কিছুই দিতে পারব না
আমার দেবার ভান্ডার যে শূন্য-
তোমাদের নগরে আমি থাকতেও পারব না
তোমাদের নগরে আমার ভালই লাগেনা!
আমি ক্লান্ত প্রাণ এক
দেবার মত যাহা ছিল সবি যে শেষ!
আমি দূরে চলে যাব,অনেক দূরে-
যেখানে সন্ধা আর রাত একসাথে খেলে
অলস দুপুরের রোদে পা দুখানি মেলে-
হয়ত ক্লান্ত শরীরের মাতাল তালে?
শুনেছি ভালবাসা দূরে গেলেই বাড়ে-
আমি দূরে চলে যাব,অনেক দূরে
ভালবাসার সম্ভার পূর্ন করব
তোমাদের নগরে ফিরে আসব!
দেবার মত অফুরন্ত ভালবাসা তখন তোমাদের মাঝে বিলেয়ে দেব।
আবার আমি দূরে চলে যাব-
অনেক দূরে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭