আজ ন হন্যতে তড়িৎ নৃত্য খেলে
শ্রাবনের চাঁদটা ডুবে যাচ্ছে শরৎ এর ও তলে।
বাঁকা চাঁদটা হল ভরা,
কদিন পরে চলে যাবে ফিরে আসবে বলে।
প্রবনতা শুধু থেকেই যাই আবার কবে হবে খড়া।
তাঁরাগুলো মুক্ত তড়িৎ নৃত্য খেলে-
খসে কেন পড়ছে না?
এই ভেবে রাত পার করে দিতাম কখন পড়বে তাঁরা?
তাঁরাগুলো ঝুলে থাকত-
লিচুগুলোর মত,জেগে থাকতাম আশায়-
আশাগুলোও ভেঙ্গে দিল কারা?
তবুও আজ নৃত্য খেলে-
নৃত্য খেলে মস্তিস্কে,হুংকার তুলে শিরায়,খরশ্রোতা বয় ধমনীয়-
সপ্নগুলো ভেঙ্গে দিয়েছিল যারা।
চাঁদ আর তাঁরা নৃত্য খেলে একসাথে-
যখন সবাই অতল ঘুমে শেষে,
শুধু আমি একাই জেগে পাহারায় থাকি নৃত্য নতুন এক প্রহরীর বেশে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৯