শ্রাবন মেঘের দিন আজ শুরু
বাদলের ধারাও আজ বইছে ঝড়ো।
রাশি রাশি সাদা মেঘ উড়বে আকাশে
শরৎ এর আগমন আসবে কাশফুলের বাতাসে।
চলে যাবে বর্ষা?
শরৎ কি দিতে পারবে তোমার,
গুড়ি গুড়ি মেঘ আর জুমবর্ষা?
সাদা মেঘের ভেলায় চড়ে,সপ্নের চোঁখে অনিদ্রা লেখে
অলস দুপুর কাটত দেবদারু চুলে উদাসী বাতাস মেখে।
গুড়ি গুড়ি মেঘের দিনে কবির হৃদয় গভীরে ভাসে,বাতাসে লাসের গন্ধ শুখে।
শ্রাবন মেঘের দিনের শেষে,
ঝড়তো ধারা অঝর হেসে।
হে প্রিয় বর্ষা!
কবির প্রাণ যে শূন্য হবে তুমি চলে গেলে।
আকাশ থেকে মেঘ লুকাবে তুমি চলে যাবে বলে।
বাদলার কদমফুল আর পড়বেনা তটিনীর জলে।
শ্রাবন শেষে চলে যাবে বর্ষা আসবে শরৎ,
আমার প্রান যে জেগে থাকবে
শ্রাবন মেঘের তলে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪