আমি আজকাল ভাল আছি।জীবনের মানেইবা কি?সেটা না বোঝায় হয়ত বুদ্ধিমানের কাজ।সবার মত পৃথিবীতে এলাম,বড় হলাম,টাকা আয় করলাম,পেট চলতে লাগল আর জীবনের বয়স কমতে থাকল।একদিন বিয়ে করলাম,বাচ্চা-কাচ্চা হল,তাদের বড় করতে লাগলাম,প্রায় বৃদ্ধ হয়ে যাচ্ছি,জীবনের সব সময় ব্যায় করে সন্তানকে বড় করলাম বৃদ্ধ বয়সে দুবেলা খেতে পারি যেন।থাম এইবার!!-
কি পেলাম জীবনে শুধু খাবার জন্যই তো সময় ব্যায় করলাম।পরকালের জন্যই তো কিছুই করলাম না।এই চিন্তা যাদের আছে আগে থেকেই সাবধান হও।জীবনের ত্রিশ বছর সময় লেখাপড়ার পিছনে ব্যায় করে বাবার কষ্টের টাকা নষ্ট করে যদি চাকরি করে পেট চালোনার চিন্তা কর তাহলে........আরে জীবনে শিক্ষা গ্রহন করে যদি নিজের চাকরি করে ঘুষ খেয়ে অন্যের মাল হাতিয়েই বেড়াই তাহলে আর পড়াশুনা করেছ কেন?সালা শিক্ষিত শয়তান।সত্বিত্তের ছেয়ে মনুষত্ব্যের মূল্য অনেক বেশি।জীবনেটা আসলেই অদ্ভুদ সুন্দর।যেন এক জটিল সরল অংক।জীবনটাকে বুঝতে পাড়ার মধ্যেই আনন্দ।সবার মত বেঁচে থাকলা, এটাকে জীবন বলা যায় না।এটা একটা বিশ্ব রুটিনে পরিণত হয়েছে।যা সকলেই ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যথাসাধ্য পালন করে।-------------জীবনের বিষাক্তাতার তীর আজ পাঁজরে গেতেছে
তরুন শরীরে জীর্ণ দেহে রক্তে বয়ছে,
জীবনের সমুদ্র ফসল, বুনতে হবে,তবে কার পিয়সে?
নিজের ভেতর আগে চিন,অন্যের ভেতর পড়ে-
জীবনটা যে প্রতিধ্বনির তরে।
যাই দিবে তাই পাবে,আমি বললে,আমি বলবে,যাই বলবে তাই হবে প্রতিধ্বনি সুরে-
নাকি বলবে অন্য কিছু,কারও জীবনের ডরে।।।।
আমি আজও প্রতিধ্বনির শব্দ পাই,
বাতাসে (রুদ্র এর) লাসের গন্ধ পাই,
শুধু আমিই পাই,জীবনটা তো শুধুই আমার।
আমার আমি জীবন খেলা একাই খেলি কাউকে উপেক্ষা করি না--!
যাযাবর সায়েম-
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ৩:৩৫