হে মানুষ তোরা আবার মানুষ হ!!!
সরিষার দানার মত জীবনটাকে কতই না মজা করলে
পাপিষ্ঠ হয়েছিস শুধু সুদ ঘুস আর মিথ্যা কথা বলে।
আজ জীবন তরী পাড়ি দিয়েছিস নাঙ্গল বৈঠা ছেড়েই?
কূল নাই কূল নাই,বড় সে নদী-
বৈঠা ছাড়া কত হাতরে যাবি,সাগর নদী বেয়েই?
দূর থেকে ভাসে কূল কতই না কাছে
মনে হয়ে পৌছে গেছি সাগর কিনারা ঘেঁসে।
অরে বোকা তরা,কূল কি এতই কাছে?
আকাশ পানে মেঘ ডেকেছে,সাগর পানি উপছে পড়ছে
আজ যে তর জীবন তরী ডুববে শেষে।
বাঁচাও বাঁচাও বলবি এখন
জীবন তীরে কাউকে পাবি না তখন
মৃত্যু যে আজ ঘনিয়ে এসেছে সন্ধা বেলা হেসে।
তৈরি হ মানুষ হতে,আর কখনও যেন না দেখি তকে অমানুষের বেশে।।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৫