শহুরে কোটিপতি বাবা তার ছোট্ট
ছেলে টিকে নিয়ে একদিন
গ্রামে বেড়াতে গেলেন।
গ্রামের মানুষ গুলো কতটা গরীব
হতে পারে এবং গরীব
লোকদের জীবনযাত্রা কেমন নোংরা আর
নিচু
হতে পারে ছোট্ট ছেলেটিকে তার
নমুনা দেখানোর জন্য
তিনি একটি দরিদ্র লোকের
বাড়িতে ছেলেকে সাথে নিয়ে ঘুরে এলেন।
বাসায়
ফিরে ছোট্ট ছেলেটি কে বাবা প্রশ্ন
করলেনঃ
-দেখলে ওরা কত গরীব?
দেখে কি শিখলে আমাকে বল!
এবার ছোট্ট ছেলেটি উত্তর দেয়...
-আমাদের একটা কুকুর আছে, ওদের
তিনটি আছে।
আমার গোসলের জন্য সুইমিং পুল আছে,
ওদের নদী আছে। রাতের অন্ধকারের
জন্য আমাদের ঝাড়বাতি আছে, ওদের
আছে হাজারো তারা।
আমরা খাবার কিনে খাই, ওরা নিজেদের
খাবার নিজেরাই
তৈরি করে।
আমাদের নিরাপত্তার জন্য উচু পাচিল
আর গার্ড আছে, ওদের
আছে বন্ধু-বান্ধব। জ্ঞানের জন্য
আমাদের আছে এনসাইক্লোপিডিয়া , ওদের
আছে কোরআন।
কিছুক্ষণের জন্য ছেলেটি চুপ থাকে,
তারপর বাবাকে বলে-
আমরা আসলে কতটা গরীব সেটা দেখানোর
জন্য অনেক
থ্যাঙ্কস বাবা!
...কিছু বলার প্রয়োজন আছে কি?
মনে হয়না আছে। নিডলেস টু সে এনিথিং।
নিডলেস টু এক্সপ্লেইন।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ দুপুর ২:২৯