মেঘ পিয়সী তুমি ফিরে এস অবিরাম বৃষ্টি হয়ে
ঝরে পড় চোখের পাতায়,যেন না দেখতে পায় তোমায়।
যখন আমি চোখ খোলিব,দেখিব তুমি ফিরে এসেছ বর্ষা রূপে।
চারিদিকে বিস্তৃত জলরাশি,সাথে মৃদু ঢেউ এর কম্পন
তার সাথে থাকবে আবার সূর্যের কিরন।
ঝিকিমিকি জলের পানি মনের ভেতর শিহরণ তোলে যায়
জলের দিকে চেয়ে থাকি যেন তোমায় দেখতে পায়।।
মেঘ পিয়সী তুমি ফিরে এস।।।
তুমি যদি আস ফিরে,সাজাব তোমায় নতুন করে
নদির কিনারায় থাকবে ব্যালকনি সহ দুতলা বাড়ি
সন্ধার লালিমা আকাশকে হীন করে ফিরে আসবে তুমি।
তখন আমি থাকব ব্যালকনিতে কফির মগ হাতে,
তুমি থাকবে আমার সামনে জলের উপরে
তার সাথে থাকবে আবসা মৃদু হাওয়া,
তোমায় আমি দেখব তখন,কর না ক মানা।।।
মেঘ পিয়সী তুমি ফিরে এস!!!
তুমি যখন চলে যাবে হয়ে যাব একা
তখন সন্ধার লালিমা আকাশ দেখব!!!
পাবনা তোমার দেখা!!!
হাহাকার হয়ে জেগে উঠবে অতৃপ্ত এ মন
আর জমির মাঠগুলো ভেসে উঠবে
রগ ওঠা হাতের ভিখেরির মত।।।
তখন তুমি আর ফিরে আসবেনা জানি।।।
আবার প্রহর গুনতে হবে
জানি তুমি আসবে ফিরে বছর পড়ে!!!
তুবুও আছি অপেক্ষায়,আমি আর ধানের মাঠগুলো।।
মেঘ পিয়সী তুমি ফিরে এস!!!!!!!!
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ দুপুর ২:২১