লেখা লেখি আমার কাজ না!কারন আমি লেখক না পাঠক।কিন্তু মাঝে মধ্যে খুব লেখতে ইচছা হয়।আবেগ যখন চারপাশ ঘিরে ধরে তখন লেখতে ইচ্ছা হয় নিজিকে নিয়ে চারপাশের সকল কিছুকে নিয়ে।কিন্তু লেখতে গেলেই সব কিছু ভুলে যায় কারন আমি লেখক নই।আজ কেন জানি লেখতে ইচ্ছা হচ্ছে।
জীবনের সব কিছু আজ বিষাক্ত মনে হচ্ছে।
কিছু পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা কিছুই শরীরে লাগছে না।জীবনের কাটা তারে মনে হয় এখন ও পরিনি।কিন্তু একথা সত্যি জীবনের বিষাক্ততা কিছুটা অনুভব করতে পারছি।
একটা কথা আমার সবসময় কানে ঝর তুলে-বড়ো হওয়ার প্রচন্ড ইচ্ছাই মানুষ কে বড় করে তোলে।হু আমি বড় হতে চাই!
আর সাধারন দশটা মানুষের মত জীবনেরর বিলাস করতে চাইনা।আমি চাই আপনার মত করে বীজ বুনতে।সমাজ বলে পড়া লেখার ছাড়া নাকি জীবনের বীজ বুনা যায়না।পড়া লেখা মানে কি পরীক্ষায় ভাল নাম্বার পাওয়া?আরে পরীক্ষার দুটি কাতার পাতা দেখে কি মানুষের জীবন নির্ধারন করা যায়?আমি বলব না।তাহলে কেন এত অবহেলা।আমি মেধাবি না কিন্তু একটিভ।আমি ঝর আঁকতে পারিনা কিন্তু মনের মধ্যে সবসময় ঝর বয়ে যায় সেই অদ্ভুদ জীবনে পা দিতে।প্রেমের স্বাদ কখনও পাইনি কিন্তু পেয়েছি বিশাল এক স্বপ্ন বিলাসের স্বাদ।সেটাই কম কি!!!
বাস্তবতা বড় কঠিন জিনিস,সমাজের চাপে তা বোঝা যায়।!!!
সায়েম রহমান
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:৫৯