১। একদিন দেখা হবে
একদিন দেখা হবে খুব গোপনে
চোখের সরল চাহনিতে
তুমি চিনবে অথবা না চেনার মত করে
তোমার দৃষ্টি মাটি আকাশ বৃক্ষে পাতায় ঘুরবে
দেখবে ছেলেটা---না না---লোকটা
কী অভদ্ররে বাবা
তাকিয়ে আছে শ্রীহীন শকুনের মত।
একদিন দেখা হবে পথে
হুড খোলা রিকসায় তুমি
আদরের সন্তান বুকে আগলে স্কুলে যাচ্ছো
সাংসারিক দৈন্যতার দোলাচালে টালমাটাল
ভুলেই আছো পথের দৃশ্য
রোজকার ঠুনকো দৃশ্যের ভিড়ে
আমার মুখটা খন্ডত এর মতো ঢুকে যাবে।
একদিন দুপুরে চাতক পাখি গান গাবে
তুমি ভুলেই যাবে বৃষ্টির ছন্দ
ভুলেই যাবে কদমের সুগন্ধ
ফুলে ফলে শোভিত আষাঢ়।
একদিন ঘুপচি পথে হেঁটে যাবে বাদক
একদিন চায়ের পেয়ালায় ঝরে পড়বে স্মৃতি
তুমি চিনির পিঁপড়ের মত সরাবে
সুকোমল তর্জনীর সুতীক্ষ্ণ পরশে।
২। সোনার মেয়ে
সোনার মেয়ে সোনা ঝরা দিন নিয়ে আছো
ভুলেই গেছো মায়ার কানন
দু'জন ছিলাম একান্নবতী ঘরে
ঘরের দেয়ালে ঠেস দিয়ে রাত্রি করেছি পার।
সোনার মেয়ে রোদেলা মুখ
সুখের দিনগুলো নিয়ে আছো
প্রসন্ন বারান্দায় কফির পেয়ালায়
তোমার সুখ দিন গুজরায়।
কত ভোর গেল আযানের ধ্বনি শুনে
কত সকাল গেল দোয়েলের গান শুনে
সোনার মেয়ে আছো তুমি
সোনা ঝরা দিন নিয়ে।
নির্লিপ্ত রাত কাটায় কাটায় দ্বিপ্রহর
তোমার কাটলো না ঘোর
মৃত উপত্যকায় দিন যায় আমার
খেয়ালের দেয়ালে হেলান দিয়ে দিন যায় আমার
তোমার স্বর্ণলতিকাময় দিন হয় না পার।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।