সন্তাপ
১। উচ্চ শির
দেখতে দেখতে দুদিন কেটে গেল
ধোয়াশায় দরজা জানালা আবদ্ধ
অন্ধকারে দাঁড়িয়ে বিচ্ছিন্ন দশটি হাত
দশ দিকে খুঁজে পালানোর পথ।
আলো নেই বেঁচে থাকার বাতাস
----------------ক্রম:সংকুচিত
বেঁচে থাকে আশা বেঁচে আছে স্বপ্ন
----------------স্বপ্নীল পৃথিবী।
কারো কারো দুখী মায়ের মুখ
কারো বা আদরের সন্তান
কারো অতি প্রিয় কোন মুখ
হাত ছানি দিয়ে ডেকে যায়।
বেঁচে থাকার রসদ ক্রম:সংক্রমিত
বুকের স্বপ্ন মুখে এসে প্রস্ফুটিত
লেপ্টে যায় দেয়ালে কার্নিশে
প্রতিটি স্তম্ভে প্রতিটি সিরিতে।
সভ্যতাকে এগিয়ে নিতে হবে
সংগ্রামী সাধারণ জনতা
হাতে তুলে নেয় মশাল
সাবল খুন্তি কাটার হাতুরি।
মানবিকতা কাঁদে হামাগুড়ি দেয়
উঠে পড়ে ঝটকায় কাজে লাগে
উদ্ধার করে আগামী আশা স্বপ্ন
কিছুবা মোচড়ানো বিকৃত দু:স্বপ্ন।
রক্তপিয়াসী বাদুরেরা কোন্দলে লিপ্ত
কাজের মাঝে অকাজের কথা
কথার মাঝে দুর্মূর্খ বাক্যব্যয়
মাসির আদরে পিশাচ বিভূঁইয়ে পালায়।
একনিষ্ঠ উজ্জীবিত সাধারণ জনতা
তোমরাই প্রকৃত সভ্যতা রক্ষক
তোমরাই প্রকৃত মানবিকতা রক্ষক
তোমাদেরকে জানাই স্যালুট
তোমাদের দোসর একান্ত সহমর্মী
সাহায্যকারীরাও যথার্থ স্যালুট প্রাপ্য।
পিশাচ আর বাদুর সমাজের জন্য
দেয়াল ভেদ করে বের হওয়া
বোনটির রক্তাক্ত পায়ের লাথি
খাঁটি দেশপ্রেমিক এইসব
ভাই বোনদের জন্য রইলো
আমার আত্মার এক টুকরা উপহার।
তোমাদের মত পরিশ্রমী ও বলিষ্ঠ হাত
আরও দীর্ঘতর হোক
কেটে যাক ঘোর অমানিশা তীর
তোমাদের হাত ধরে বাংলাদেশ হোক
বিশ্ব মানচিত্রে উন্নত শির।
২। হায়রে আমার বাংলাদেশ
এই দেশটা আর আমার দেশ মনে হয় না
মনে হয় জন্তু জানোয়ারের দেশ হায়েনার দেশ
রক্তচোষা বাদুরের দেশ নরপিশাচ আর দালালের দেশ
প্লেগের গরু সস্তায় ভাগবাটোয়ারাদের দেশ
কেশহীন শকুনের দেশ ছারপোকার দেশ
উইপোকা ঘুনেপোকাদের দেশ
জঞ্জালের দেশ জবরদস্তির দেশ।
বুনো কুকুর আর শিয়ালের তাড়ায়
জঙ্গলের মাঝে গুটিসুটি মেরে থাকি
এই বুঝি জান---------শেষ
হায়রে আমার বাংলাদেশ
গরীব দুখীর
সারি সারি লাশের দেশ।
৩। বোনটি কি ফিরবে
ইট সুরকির নিচে চাপাপড়া মানুষগুলো
বাঁচার আকুতি নিয়ে হাত বাড়িয়েছে
মেহেদী রাঙানো হাতটি এক বোনের
কয়েক দিন আগে বিয়ে হয়েছে শুধু
এখনো শ্বশুর বাড়ি যেতে পারেনি।
সে এখানে এসেছিল নিতান্ত দায়ে পড়ে
পিতৃহারা বোনটি আমার এসেছিল
জনমদুখী মা আর ছোট ভাইটির মুখ চেয়ে
দু'বেলা অন্ন জোটানোর তাগিদে
সকাল সন্ধ্যা অমানবিক শ্রম দিয়েও
পেট পুরে নিজে খেতে পারেনি
পারেনি মেটাতে মা ভাইয়ের জঠর জ্বালা।
মা আজ সারাদিন উপোস আছে
ভাইটি হয়েছে আতিপাতি করে দিশেহারা
বোনটিকে খুঁজে ফিরছে
বোন নেই কোথাও।
মায়ের হাহাকারে সাভারের আকাশ ভারী
আরও শতশত মা এসেছেন এখানে
কারো কারো ভাই বোন বাবা এসেছে
এক দৃষ্টিতে চেয়ে আছে ভগ্নস্তুপের দিকে
সবার হৃদয় আজ শূন্যতার বাগান
বাগানের ফুলগুলি সব ঝরে পড়ে বুঝি
উৎকন্ঠায় শরীর জুড়ে বেদনার আগুন।
দুখিনী বোনটা কি ফিরবে না
বোনটির মত আর শতশত ভাই বোন কি
ফিরবে না আলোর জগতে
কাল প্রভাতে।
৪। রক্তাক্ত সাভার
উপস্থিত হাজার জনতা
বাতাসে হাহাকার ছুটে
কারো মা কারো বাবা
কারো ভাই কারো বা বোন
আটকে আছে মৃত্যুপুরীতে
হাহাকারের ঘূর্ণাবর্ত ছুটে চলে
সাভারের আকাশ ভারী করে
ছাপান্ন হাজার বর্গমাইল সবুজ ক্ষেতে
সবুজের আলে দাঁড়ানো মানুষের বুকে।
রক্ত রক্তাক্ত প্রান্তর আজ সাভার
অন্ধকারের দ্বার খুলে লাশের পাহাড়
মেহনতি মানুষের শ্রম ঘাম তিলেতিলে শুষে
আর কত দিন চলবে জালিমের কারবার।
যে মানুষের শ্রমে চির জাগরুক স্বাধীনতা
যে মেহনতি মানুষের হাতে দেশ গড়া
সে বলিষ্ঠ হাতে পায়ে কেন মৃত্যুর কড়া
আর কত রক্তগঙ্গা বইলে তোমরা দিবে সারা।
৫। হিংস্রতা থামাও
পতাকা নিয়ে ঘুমাও তুমি ঠোঁটে মৃদু হাসি
আছো বুঝি স্বপ্নদেশে ঘুমঘোরে
স্বর্ণ অক্ষরে লিখছো নতুন ইতিহাস
এ তোমার স্বাধীনতা নয় মেকি সব ফাঁকি।
স্বর্ণের অক্ষর নয় আলকাতরা
দেয়ালের ভীত নড়বড়ে হাঁটুভাঙ্গা দ
রাজকীয় যে আসনে আসীন সেটাও ঘুনেধরা
তোমার পতাকার রং তোমার স্বাধীনতা
সিংহাসনে পা দোলানো সব মেকি
ভিতরে অন্ত:সার ভাঙ্গা কলস---টুং শব্দ।
এলোকেশী বায়ুতে যে বুলি ছুড়ছো
সেটাও চপেটাঘাত তোমার অহংকারে
পতাকা স্বাধীনতা ইতিহাস সব একত্রিত
এখনই নয় তলা দৈত্যের হিংস্রতা থামাও
নইলে ভেঙ্গে পড়বে তোমার সিংহাসনে
দিনের খবর রাতে নিয়ে ঘুমাচ্ছো বেশ
এক মহাপ্রলয় এলে রক্ষা পাবে না দেশ।
বি.দ্র: টেকনিক্যাল প্রবলেমের কারণে এই পোস্টটা ড্রাফটে নিয়ে আবারও দিলাম। সামুর যে কি ব্যামো হয়েছে!
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন