স্বপ্ন ছিল
আহারে বিহারে বিলাসিতার ছাপ,
ঝুল বারান্দায় দামী ক্যাকটাস
একুয়ারিয়ামে চোখ ধাঁধাঁলো ফিস
পাশ বালিশে ঘুমন্তপুরীর রাজকন্যা।
স্বপ্নমাল্য বুনতে বুনতেই
একদিন ঘুম ভেঙ্গে শিয়রে,
গচ্ছিত রঙিন পাতায় শিরার ছানি
সোনালী ত্বকে পুরুত্বহীন ভাজ
একুয়ারিয়ামে নির্লিপ্ত মৎস্য চোখে
বিভেদহীন সকাল সাঝ।
ফেলে যাওয়া ঝুল বারান্দায়
ভিনদেশী ক্যাকটাস,
দেয়াল ছাদ মেঝ কার্পেটে
সমুন্নোত হরেক পদের স্বপ্ন
তোমার এপিটাফ
নামশূন্য।
ছবিঃ নিজস্ব এলবাম।