somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Unconscious Biases - অবচেতন মনের পক্ষপাতিত্ব

২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবি সুত্র : Visual Capitalist

Unconscious Biases এর বাংলা কি হতে পারে আমার জানা নেই, ধরে নিলাম অবচেতন মনের পক্ষপাতিত্ব। এটা আসলে কি বা কিভাবে আমাদের ব্যাক্তিত্ব বা কর্মকান্ডে প্রভাব ফেলতে পারে সেটা নিয়েই লেখাটা। কারন হচ্ছে ব্লগেও আমরা এর প্রতিফলন বা উপস্থিতি দেখতে পাচ্ছি, যেটা আমার মধ্যেও আছে। বলতে পারেন এটা একটা আত্মসমালোচনামূলক পোষ্ট কারণ যেহেতু পক্ষপাতিত্ব আমার মধ্যেও আছে এবং সেটা কেন ও কিভাবে আসে সেটা নিয়ে একটা আত্মপক্ষ সমর্থনমূলক পোষ্ট।

Unconscious Biases কি আসলে?

নিজের অজান্তে বা অবচেতন মনে, পূর্বের কোন জ্ঞান, ধারণা, অভিজ্ঞতা, শিক্ষা বা প্রথাগত আচার, আচড়ণ, বিশ্বাস ও স্বভাবের বশবর্তি হয়ে কোন কিছু সম্বন্ধে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ বা মনোভাবের কারণে যেসব পক্ষপাতিত্বের সৃষ্টি হয় সেগুলোই হচ্ছে Unconscious Biases।

বাংলায় একটা বহুল ব্যাবহৃত প্রবাদ আছে "যারে দেখতে নারী তার চলন বাঁকা"। এটাই হচ্ছে Unconscious Biases এর একটা প্রকৃত উদাহরণ। Unconscious Biases এর খুবই ক্ষতিকর দিক হচ্ছে মানুষ কোনকিছু চিন্তা না করেই একটা সিদ্ধান্ত গ্রহন করে ফেলে যা তার কর্মক্ষেত্র, পরিবার, সমাজ বা যে কোন যায়গায় হোক ন্যায় অন্যায় বিচার বা সুস্থ চিন্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর কারণে কেউ কারো সম্বন্ধে অহেতুক উচ্চ ধারণা বা অনাকাঙ্খিত নিম্ন ধারণা পোষণ করতে পারে যেটা ব্লগেও দেখা যাচ্ছে, এমনকি আমার মধ্যেও আছে।

Unconscious Biases এর কিছু মূল বৈশিষ্ট্য হল

* এটা সবার মধ্যেই আছে, সেটা প্রবল বা দূর্বল যে কোন ভাবেই হোক,
* এটা তাৎক্ষনিক ভাবেই মুহুর্তের মধ্যেই সক্রিয় হয়,
* এটা নিজস্ব পরিমন্ডলের বিরুদ্ধেও হতে পারে,
* এমনকি এটা নিজস্ব ধ্যান ধারণা বা বিশ্বাসের পরিপন্থিও হতে পারে,
* এই ধরণের পক্ষপাতিত্ব সাধারণত নিজস্ব পরিমন্ডলের মধ্যেই সীমাবদ্ধ, তবে তা ব্যাক্তি বিশেষেও হতে পারে,
* এইসব পক্ষপাতিত্ব স্বপ্রণোদিত তবে তা চেষ্টা করলে এড়ানো সম্ভব, এর জন্য মনযোগ ও চর্চার দরকার।

অনেক ধরণের Unconscious Biases বিদ্যমান, এখানে বিশেষ কিছু নিয়ে আলোকপাত করা হল যা সচরাচর পরিলক্ষিত হয়।

১) Gender bias

এটা খুবই সাধারণ ধরণের এবং যে কোন মানুষের মধ্যেই বিদ্যমান। যেমন আমরা বলে থাকি এটা মেয়েদের কাজ, ওটা ছেলেদের কাজ বা এইটা কি মেয়ে মানুষ পারবে নাকি, ঐটা শুধু পোরুষদের পক্ষেই সম্ভব। এসব চিন্তা স্বতস্ফুর্তভাবে চলে আসে মানুষে মনে।

২) Ageism

বয়সভেদে যে পক্ষপাতিত্বগুলো আমরা করে থাকি। যেমন এটা বাচ্চাদের খেলা, ওটা বুড়োদের খেলা, এটা বচ্চাদের পোষাক, ওটা বুড়োদের পোষাক, বুড়ারা নতুন কিছু চিন্তা করতে পারে না, বুড়াদের দিয়ে আসলে কিছু হবে না, এধরণের চিন্তা ভাবনা।

৩) Halo effect

সাধারণত প্রথম দর্শণে কাুকে আমদের ভালো লেগে গেলে পরে তার অনেক দোষ বের হলেও সে ভালোই থাকে সবার কাছে। ঠিক উল্টোভাবে প্রথম দর্শণে কাউকে খারাপ লাগলে তাকে পরে আর কখনই ভালো লাগে না যতই সে ভালো কিছু করুক।

৪) Confirmation bias

তথ্য উপাত্ত ভিত্তিক পক্ষপাতিত্ব, এটা খুবই স্বাভাবিক। যেমন ধরুন একজন অতীতে দশ টা লেখা কপি করেছে, অতএব ধরে নেই তার বর্তমান লেখাটাও কপি। অতীতে বাংলাদেশে তিন টা বড় বড় বন্যা হয়েছে তার মানে বাংলাদেশ এখনও বন্যার দেশ। ভারতে প্রতি বছর এক হাজার নারী ধর্ষিত হয়, অতএব ভারত ধর্ষণের দেশ। শুধুমাত্র উদাহরণ দেয়ার জন্য বলেছি, দয়া করে কেউ আবার সুত্র চেয়ে বসবেন না।

৫) Conformity bias

সমষ্টিগত কারণে বা দলভারি চিন্তা চেতনার কারণে যেসব পক্ষপাতিত্ব তৈরি হয়। যেমন ধরুন অমুক দশ জন বলছে সে চোর, অতএব সে চোর। দেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে হোমিওপ্যাথি বা ঝাঁরফুক কাজ করে তাই হোমিওপ্যাথি ও ঝাঁরফুক ভালো। যেহেতু বেশির ভাগ মানুষ বলে ভূত আছে তার মানে ভূত আছে।

৬) Affinity bias

সামঞ্জস্যতা খুঁজতে যেয়ে আমরা এধরণের পক্ষপাতিত্ব করে ফেলি। যেমন আমি পাকিস্তানের যত মানুষের দেখেছি সবাই খারাপ ছিল, তার মানে পাকিস্টানের কোন লোক ভালো হতে পারে না। বিশ্বের বেশির ভাগ জঙ্গি মুসলিম, তার মানে সব মুসলিমই জঙ্গী। এধরণের চিন্তা হরহামেশাই চলে আসে এমন কি সংবাদ মাধ্যমেও তা দেখা যায়।

৭) Contrast effect

তুলনামূলক পক্ষপাতিত্ব, কার সাথে তুলনা করছি সে অনুযায়ি তা নির্ধারিত হয়। ধরুন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, জার্মান বা ফ্রান্সের সাথে তুলনা করে বলি আমাদের অর্থনিতী খুব খারাপ, আবার উগান্ডার সাথে তুলনা করে ধরে নাই আমরা খুব ভালো আছি।

৮) Perception bias

ধারণামূলক বা পরিপ্রেক্ষিত চিন্তা করে আমরা যেসব পক্ষপাতিত্ব করে থাকি। যেমন কোন লোক সস্তা জামা পড়লে মনে করি লোকটা গরিব। আবার দামি একটা ব্রান্ডের জুতা বা চশমা পড়লে ধরে নেই অনেক ধনি। একজনের হয়ত অভ্যাসের কারণে দুপুরে সামান্য খায়, আমরা ধরে নেই লোকটা কৃপণ বা গরিব।

৯) Authority bias

উচ্চ পর্যায়ের বা ক্ষমতাশালী বা প্রভাব বিস্তারকারি কারো কাছ থেকে কিছু শুনে বা তাকে অনুসরণ করতে যেয়ে কোন পক্ষপাতিত্ব করা। অতীত কালে যেটা ঘটেছে আমাদের দেশে যে রাজার ধর্মকেই আমরা ধর্ম হিসেবে গ্রহণ করেছি চোখ বুজে, যেমন লক্ষণ সেনের আমলে আমরা হিন্দু ছিলাম, পাল বংশের রাজত্ব কালে বৌদ্ধ এবং মোঘল আমলে মুসলিম ধর্ম বিস্তার লাভ করে। অফিসের বসের সব কিছু আমরা অনুকরণ করার চেষ্টা করি। এখানে ব্লগের মডারেটর কিছু বললে একটু হলেও সেদিকে আমাদের পক্ষপাতিত্ব যাবেই। এটাি স্বাভাবিক।

১০) Overconfidence bias

এটা শুধু আমাদের ব্লাগারদের মধ্যেই না, তাবৎ দুনিয়ার শিক্ষিত মানুষের মধ্যে এই ধরণের মনভাব দেখা যায় যে আমি যেটা বলেছি সেটাই ঠিক, আমি যেটা ভালো মনে করি সবার সেটাই ভালো মনে করা উচিৎ, আমি যেটা ঘৃণা করি সেটা সবার ঘৃণা করা উচিৎ। আমার কাছে যেটা ভালো সেটা সবার কাছেই ভালো হতে হবে বা আমার কাছে যেটা জঘন্য সেটা সবার কাছেই জঘন্য হতে হবে। সেটাই প্রকাশ পেয়েছে বেশ কিছু দিন ধরে বিভিন্ন পোষ্ট ও মন্তব্যের মাধ্যমে।

এছাড়াও আরও অনেক ধরণের unconscious biases আছে তবে সব কিছু নিয়ে আসলে আোচনা করতে গেলে একটা সিরিজ লিখতে হবে। আমি শুধু মাত্র বুঝানোর চেষ্টা করলাম যে কিভাবে মানুষের মধ্যে পক্ষপাতিত্ব তৈরি হয়। এটা যে একেবারেই খারাপ কিছউ তা কিন্তু না। তবে সময় সময় এটা বিভেদ ও বিভ্রান্তিও তৈরি করে। এগুলো দুর করতে হলে তৎক্ষনিক মনে যা আসে সেটাই প্রকাশ করে দিলাম, তা না করে একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে তারপর সিন্ধান্ত নিয়েঝয়ত এসব পক্ষপাতিত্ব এড়ানো সম্ভব। ধ্রুব সত্য কথা হচ্ছে এমন কেউ নাই যার মধ্যে কোন পক্পাতিত্ব কাজ করে না, তবে কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে কেউ পারে না। তবে চেষ্টা ও চর্চা করলে সবার দ্বারাই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিদ্র: এধরণের unconscious biases কারণেই হয়ত কেউ কেউ হয়ত ধরেই নিয়েছেন যে আমি হয়ত লেখাচুরির পক্ষে যেটা আদৌ সত্য না

তথ্য সুত্র:

https://asana.com/resources/unconscious-bias-examples
https://www.uvic.ca/equity/employment-equity/bias/index.php
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:০৮
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

লিখেছেন শাহ আজিজ, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১০





যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৬

আমির হোসেন আমুকে দেখা একদিন....

২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

×