ভেবেছিলাম আর কোন কিছু লিখব না কারণ আমার লেখার মাণ মোটেও ভালো না। শুধুমাত্র মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই লেখা। আসতাম, লগ-ইন না করে শুধু পড়তাম। তবে চাঁদগাজী ভাই এর ব্যান এর প্রতিবাদ করার জন্যই কিছুদিন হল লগ-ইন করছি। তবে একটা বিষয় নিয়ে খুবি শঙ্কিত যে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ না করে পারছি না। ব্লগে নিরাপত্তা বা গোপনীয়তা বলে কি কিছু নেই?
জানা আপুকে করা কয়েকজন ব্লগারের কয়েকটা ইমেইল ব্যাপক ভাবে ব্যাবহার হচ্ছে বিভিন্ন মন্তব্যে। এগুলো যদি সত্যিকার ভাবেই তাদের করা ইমেইল হয়ে থাকে এবং তা যদি অন্য ব্লগারদের কাছে চলে যেয়ে থাকে তাহলে সেটা দুশ্চিন্তার বিষয় অবশ্যই। এটা কি করে সম্ভব হয় মডুদের যোগসাজশ ছাড়া। মডুদের কাছের ব্লগাররা এগুলো পেয়ে যাচ্ছে এবং সেটা রিতিমত প্রকাশ করে যাচ্ছে আর মডুরা নিশ্চুপ। এই যদি হয় ব্লগের নৈতিকতা তাহলে এই ব্লগ আর এখন নিরাপদ নেই। কারো কোন ব্যাক্তিগত তথ্য আর এই ব্লগে নিরাপদ না।
আমার আশংকা যদি সত্যে হয়ে থাকে তাহলে আমাকেও হয়ত ব্যান করা হবে বা আমার আইডি মুছে দেওয়া হবে। তাতে আসলে আমার কিছউই যায় আসে না, কারণ আমি এমনিতেও ব্লগে আর সচল না। তবে এটা কারো জন্যই শুভ না যে ব্লগে তারা নিরাপদ না বা তাদের ব্যাক্তিগত তথ্য বা যোগাযোগ মোটেও আর নিরাপদ না। ভবিশ্যতে যে কাউকেই ব্লকমেইল কর হতে পারে তার ব্যাক্তিগত তথ্য নিয়ে।
কয়েকজন ব্লগারের নাম উল্লেখ করে ব্লগার চাঁদগাজী ভাই এর করা মন্তব্য যথেষ্ঠ দৃষ্টিকটু, কিন্তু ব্যাক্তিগত ইমেইল সবার মদ্ধে ছড়িয়ে দেওয়া একটা অনৈতিক, অনাবশ্যক ও কূটকৌশল। এটা সম্পূর্ণ মডুদের ব্যার্থতা যে তারা এটা বাধা দিতে বা সতর্ক করতে ভুলে গেছে বা এটা তাদের জ্ঞানের মদ্ধেই নেই যে প্রাইভেসি কাকে বলে। সবার বিবেচনার জন্য বলে রাখলাম যদি এটা কারো কাছে গুরুত্বপূর্ণ মনে হয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৯