একুশের বইমেলায় বই মানেই কি শুধু কবিতা আর সাহিত্য, ব্লগ নিয়ে কি কোনো বই হতে পারে না? সামু কতৃপক্ষকে অনুরোধ করব যে বছরে সেরা কিছু ব্লগ নিয়ে প্রতিবছর একটা করে বই প্রকাশ করতে। ব্লগ নির্বাচণ করা কোন পন্থাতো নিশ্চই আছে কারণ ব্লগেতো একটা সেকশন আছে নির্বাচিত পোষ্ট এর। তার পরেও ভোটাভুটি বা নমিনেশন এর ব্যাবস্থা করা যেতে পারে, ব্লগাররা তাদের পছন্দের পোষ্টের লিংক কমেন্টে দিয়ে দিবে এবং অন্য কেউ সেটাকে সমর্থন করলে সে কমেন্টে লাইক দিবে।
এটার অন্যরম একটা ফল পাওয়া যেতে পারে যেমন ব্লগ নিয়ে যাদের ভূল ধারণা বা নাক কুচকানোর স্বভাব আছে তারা অন্তত জানতে পারবে আসলে ব্লগে কি হয়। অনেকেরই ব্লগিং সম্বন্ধে কোন ধারণাই নেই তাদের জন্যও লাভ হবে এবং ব্লগে আরও নতুন নতুন মেম্বার যোগ হবে। অস্বীকার করার উপায় নেই যে ব্লগ নিয়ে অনেক নেতিবাচক ধারণা আছে মানুষের মধ্যে বিশেষ করে একটু মুরুব্বি শ্রেণীর মধ্যে। অনেকেই আছেন বই পড়েন নিয়মিত কিন্তু ব্লগিং করেন না বা পছন্দও করেন না। তাদের জন্য একটা সুযোগ হবে ব্লগ সম্বন্ধে জানার এবং ভূল ভাঙ্গার। বই এ যথেচ্ছভাবে যে কোন ব্লগ থাকতে পারে আবার বিষয় ভিত্তিক বইও হতে পারে যেমন ব্লগের কবিতা, ব্লগের সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র ভাবনাটা শেয়ার করলাম, পদ্ধতি নিয়ে ভাবার অনেকেই আছে বলে আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭