--< ঢাকা-যশোর বাই ট্রেন ৪৪০ টাকা (শোভন চেয়ার)।
ঢাকার কমলাপুর রেল ষ্টেশন হতে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ছাড়ে সন্ধ্যা ৭টায় (৫ কিংবা ৬ প্লাটফর্ম) যশোর ষ্টেশন পৌছায় ভোর ৪-৫টার মধ্যে।
--< যশোর রেল ষ্টেশন থেকে বেনাপোল বাস স্ট্যান্ড বাই বাস ৫০টাকা।
চিত্রা এক্সপ্রেস যশোর ষ্টেশন পৌছার পর বাস ছাড়বে বেনাপোলের উদ্দেশ্যে। বাস পাবেন ষ্টেশনের মেইন গেইটের পাশেই। যদি ট্রেন ভোর ৫টা আগে ষ্টেশনে পৌছে যায় তাহলে গাড়ীতে অথবা পাশেই রেষ্টুরেন্ট খোলা থাকে, সেখানে বসে থাকতে হবে ৫টা পর্যন্ত অর্থাৎ ফজরের আযানের আগে গাড়ী ছাড়বে না।
--< বেনাপোল বাস স্ট্যান্ড হতে ইমিগ্রেশন বিল্ডিং ১০ টাকা (প্রতিজন), ভ্যান কিংবা অটোতে যাওয়া যাবে।
--< পেট্রাপোল হতে বনগাও রেল ষ্টেশন ২৫ রুপি প্রতিজন (বাই সিএনজি)।
--< বনগাও রেল ষ্টেশন হতে শিয়ালদহ রেল ষ্টেশন (কলকাতা) ২০ রুপি প্রতিজন।
বনগাও হতে প্রতি ৩০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যায় শিয়ালদহের উদ্দেশ্যে। সুতরাং ট্রেন এবং টিকেট নিয়ে কোনো চিন্তা নেই। (তবে একটু কষ্ট হবে কারণ পুরোটাই লোকাল ট্রেন, দ্বেড় থেকে দুঘন্টা জার্নি করতে হবে)।
--< শিয়ালদহ হতে পার্ক স্ট্রীর্ট, নিউ মার্কেট, এম.জি রোড যাওয়া যাবে লোকাল বাসে করে, ভাড়া ৬ রুপি।
শিয়ালদহ রেল ষ্টেশনের মেইন গেইট দিয়ে বের হয়ে BIG BAZAR এর সামনের রাস্তার বিপরীত পাশে দাড়ালেই মিনিটে মিনিটে লোকাল বাস পাবেন আপনার গন্তব্যে যাবার।
সংক্ষেপে খরচের বিবরণ :
-----------------------------
ঢাকা-যশোর ---------------------------------------- = ৪৪০ টাকা
যশোর বেনাপোল বাস স্ট্যান্ড ----------------------- = ৫০ টাকা
বেনাপোল বাস স্ট্যান্ড হতে ইমিগ্রেশন বিল্ডিং ------ = ১০ টাকা
পেট্রাপোল - বনগাও রেল ষ্টেশন ২৫ রুপি X ১.২২ = ৩১ টাকা
বনগাও- শিয়ালদহ রেল ষ্টেশন ২০ রুপি X ১.২২ = ২৫ টাকা
শিয়ালদহ -পার্ক স্ট্রীর্ট ৬ রুপি X ১.২২ ------------ = ৮ টাকা
সর্বমোট --------------------------------------------- = ৫৬৪ টাকা মাত্র।
যাওয়া - আসা --------------------------------------- = ১১২৮ টাকা মাত্র।
**** এখানে শুধু কম খরচে কলকাতা যাওয়া - আসা বাবদ খরচ দেখানো হলো। এর সাথে যোগ হবে আপনার ভিসা খরচ, ট্রাভেল ট্যাক্স ৫০০টাকা এবং কলকাতায় থাকা খাওয়া বাবদ খরচ।
**** ব্লগের নীতিমালার কারণে আমার ট্রাভেল রিলেটেট ফেইসবুক লিংকটি শেয়ার করতে পারলাম। যদি কারো বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে মতামতে লিখতে পারেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১