তোমাকে ভালোবাসি হে একাত্তর !স্মরণ করি তোমার সেই রাতকে; ষোলকে; দেশকে।
তোমাকে ভালোবাসি হে বায়ান্ন!
সম্মান করি তোমার সেই দিনকে; একুশকে ; ভাষাকে।
তোমরা রচনা করেছো এক অমর অদ্বিতীয় ইতিহাস।তোমরাও চিরঞ্জীব।অনন্তকাল তোমরা হয়ে থাকবে স্মরণীয়।
হে দেশ! হে ভাষা! তোমাদের পক্ষে যারা জীবন কুরবান করেছে তাঁদের সকলকে আমি শ্রদ্ধানিবেদন করি, তাদের আত্মার শান্তি কামনা করি।আমার এ কামনা, এ নিবেদন কোন দিন বা ক্ষণের সঙ্গে বাঁধা নয়।চিরকালের আমার এ নিবেদন, আমার এ স্মরণ।
প্রচলিত ফুলনিবেদন, নেচে গেয়ে আমোদ-প্রমোদে শ্রদ্ধানিবেদন আমি ঘৃণাভরে নিন্দা করি।ক্ষণিকের এ নিবেদন নিঃসন্দেহে শহিদদের প্রাপ্তি নয় বরং তাঁদের শাস্তি।
[কয়েক বছর আগের লিখা। তখন আরিফহাদী নামের আমার পূর্বের ব্লগ আইডিতে পোস্ট করেছিলাম যেটার কিনা পাসওয়ার্ড -মেইল সব হারিয়ে ফেলেছি। সংরক্ষণের উদ্দেশ্যে এই আইডিতে পুনঃপোস্ট করা হলো]