প্রলয়ঙ্করী ঝড় মুহূর্তেই সাজানো-গোছানো, সুন্দর একটি দেশের সুনিশ্চিত ভবিষ্যতকে লণ্ডভণ্ড করে অনিশ্চিত করে দিতে পারে।একই কাজ করতে পারে রাজনীতি, যখন সেটা দৈত্যে পরিণত হয়।যার নজির পৃথিবীতে ভুরিভুরি মেলে।মিশরকে দেখুন! এরপর লিবিয়া, সিরিয়া , এদিকে আছে পাকিস্তান।আর বাংলাদেশেতো "উপভোগ"ই করছেন।কীসের দোহাই দেবেন এ নৈরাজ্যের পেছনে?
রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় গণতন্ত্র বলা হয় "যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত"। এখন দেখুন এ সংজ্ঞা মেনে চলা হচ্ছে কিনা!
আচ্ছা এবার নির্বাচনের পরিচয়ের দিকে তাকালে দেখব রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নির্বাচন বলা হয় "এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়াকে যার মাধ্যমে রাষ্ট্রের ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে" এখন দেখুন এটা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা!
এবার আসি 'রাজনৈতিক দল কাকে বলে' এ প্রশ্নে। এর জবাব বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ এভাবে দিয়েছেন যে, "যারা কতগুলো কতোগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে, সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়"।এখন দেখার বিষয় এটা কতোটুকুন প্রয়োগ হচ্ছে।
রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরোধী দল। রাষ্ট্রবিজ্ঞানে বিরোধী দলের কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে যে, 'বিরোধী দলের কাজ হলো ক্ষমতাসীন দলের সমালোচনা করা , ত্রুটি-বিচ্যুতি প্রকাশ করা, মন্দ কাজের বিরোধিতা করা, যাতে পরবর্তী নির্বাচনে সরকারি দলকে পরাজিত করা যায়।বিরোধী দলের সক্রিয় ভূমিকার কারণে সরকার দুর্নীতি ও অন্যায়মূলক কাজ হতে বিরত থাকে। এজন্য বলা হয় কোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা'।সুতরাং দেশের সরকার ও বিরোধী দল মিলে যদি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলা হয় তাহলে অতি দ্রুত দেশের উন্নয়ন সম্ভব।
এখন দেখার বিষয় হলো উল্লেখিত বিষয়গুলো সুষ্ঠুভাবে কতোটুকু রক্ষা করা হচ্ছে! একটি সুন্দর সুশৃঙ্খল দেশের জন্য উল্লেখিত বিষয়গুলোর ভূমিকা অপরিসীম।দেশের এই করুন সময়েও আমরা একটি শান্তিময় দেশের স্বপ্ন নিয়ে বেঁচে আছি। দেশ-পরিচালকগণ যেন জাতির এ সুন্দর স্বপ্নটির মূল্যায়ন করেন।
[কয়েক বছর আগের লিখা। তখন আরিফহাদী নামের আমার পূর্বের ব্লগ আইডিতে পোস্ট করেছিলাম যেটার কিনা পাসওয়ার্ড - মেইল সব হারিয়ে ফেলেছি। সংরক্ষণের উদ্দেশ্যে এই আইডিতে পুনঃপোস্ট করা হলো ]
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮