রায়ার পূর্ণ নাম রুরাল এইড ইয়ুথ এসোসিয়েশন। এটি আমাদের গ্রাম ভিত্তিক একটি সোশাল অর্গানাইজেশন। গ্রামটি ফরিদপুর জেলার এক প্রান্তে অবস্থিত।এখনো এটি একদম অজপাড়া। প্রগতির ছোঁয়া এখনো এ গ্রামকে স্পর্শ করেনি।আর মানবিকতার সংকট এখানের অধিবাসীদের চরমভাবে গ্রাস করে আছে।এই সংকট উত্তরণের সংকল্পেই ২০১৭ এর ঈদুল ফিতরের পরপরই আমরা কিছু সংখ্যক তরুণ মিলে এই প্লাটফর্মটি তৈরী করি। এভাবেই যাত্রা হয় রায়া’র। যাত্রার কয়েক মাস পরই শীতকাল চলে আসে।আমরা তখন নবজাতক সংগঠন।তা-হলেও আগ্রহ উদ্দীপনায় আমরা পরিপক্ব। তাই আমরা আমাদের প্রথম প্রোজেক্ট তথা শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০১৭ হাতে নিই্ এবং সকলের ব্যাপক সাড়া ও সহযোগিতায় অনায়াসেই আমাদের প্রোজেক্ট সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়।
পেশাগত কাজে বা পড়াশোনার ব্যস্ততায় আমরা প্রায় সবাই গ্রামের বাইরে থাকি তাই ইচ্ছে থাকলেও সব সময় সক্রিয় থাকতে পারি না।যাইহোক এরপর বছর ঘুরে আবার শীত আসে সাথে সাথে আমাদের চিন্তারাও সক্রিয় হয়ে ওঠে। আমাদের দ্বিতীয় প্রোজেক্ট “শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০১৮” বাস্তবায়নের দিকে ছুটে চলি। অবশেষে ৩১ ডিসেম্বর ২০১৮ বছরের শেষ দিন অনাবিল সুন্দর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভ্রাতৃত্বপূর্ণ এক নতুন সমাজের আশাবাদ ব্যক্ত করে সমাপনি টানা হয়।
প্রতিক্রিয়াঃ আমাদের প্রথম প্রোজেক্ট বাস্তবায়ন-অনুষ্ঠানে ব্যস্ততার কারনে আমরা অনেকেই থাকতে পারিনি তাই এর আনন্দও উপলব্দি করতে পারিনি। এবার প্রায় আমাদের সবারই এ পবিত্র আনন্দ উপভোগ করার সৌভাগ্য হয়েছে।আমাদের প্রতি আমাদের অতিথিদের নির্মোহ ভালোবাসা দেখে আমরা আপ্লুত হয়েছি। তৃপ্তির আনন্দ যখন তাদের চোখে চকচক করতে দেখেছি আমাদের হৃদয় রাজ্যেও তখন সীমাহীন ভালোবাসার ঢেউ বয়ে গেছে। আমাদের এ ছোট্ট উদ্যোগ পরম করুনাময় কবুল করুন এবং অব্যাহত রাখার তাউফিক দিন।
নতুন প্রোজেক্টঃ আমাদের বেশ কিছু প্রোজেক্ট পরবর্তী পরিকল্পনায় রয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম রয়েছে
১) একটি লাইব্রেরী করা।
২) ফ্রি মেডিকেল ক্যাম্প করা।
৩) আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করা।
আপাতত আমাদের ১নং প্রোজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এটা বাস্তবায়নের টাইমলাইন হচ্ছে ২০১৯ এর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।এই সময়ের মধ্যেই আমাদের এটি বাস্তবায়ন করতে হবে। সকলের কাছে আমরা দু’আ প্রত্যাশী।
https://www.facebook.com/RAYAorg/
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩