তোমার উদ্দাম নৃত্য করে খেলা, এই আমার নয়নজুড়ে
আমি মাতাল-উন্মাদ হই।
হে নির্ঝরিণী! তুমি কি আমার স্বপ্নে আঁকা রানী!?
.
তোমাকে ঘিরে বয়ে চলে আমার দিবা -নিশি,
তুমিযে আমার হৃদয়রাজ্যের অপ্সরী;
তোমার ছন্দময় স্রোতধারায় ভেসে চলি আমি,
হে স্রোতস্বিনী! তুমি কি আমার গল্পে আঁকা রমনী!?
.
কবিকুল, প্রকৃতি-চন্দ্র, সূর্য নক্ষত্রপ্রেমের শীতল সরোবরে করে অবগাহন।
আমি কবি নই, আমি এক অপ্রকৃতিস্থ ; ডুবে যেতে চাই তোমার উষ্ণ জলে, হতে চাই সিক্ত। তবু তোমাতে খুঁজে পাই চন্দ্র, সূর্য নক্ষত্র।
.
আমি আসক্ত, আমাকে করো না তৃপ্ত;এক সমুদ্র নয়, এক বিন্দু উষ্ণ জল দাও এই আমাকে
হবো আমি তাতেই পরিতৃপ্ত।
.
উত্তরা, ঢাকা
১০/১০/১৫
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬