আজকাল পত্রিকায় প্রায়ই দেখা যায় যে, অনলাইনের মাধ্যমে আয় রোজগার করা সম্ভব। এই বিষয়ে বিভিন্ন সেমিনার আর ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। গুগল এ্যাডসেন, এ্যাডভার্ট, বিডব্রাইট, কিকপে সহ ইয়াহুর কিছু বিষয়কে এই আয় রোজগারের মাধ্যম হিসেবে ব্যবহার চিহ্নিত করা হচ্ছে। তবে এই ওয়ার্কশপগুলোর অংশগ্রহন ফি কমপে ১০০০ টাকা। একজন ছাত্র বা মধ্যবিত্ত ব্যক্তির পে ১০০০ টাকার বিনিময়ে একদিনের সেমিনাওে অংশগ্রহন করা অত্যন্ত কষ্টকর।
এই ব্লগের বিজ্ঞ ব্লগারদের নিকট হতে জানতে চাই যে-
১. সত্যিই কি শুধু ইন্টারনেট লাইন আর কম্পিউটার থাকলে আনলাইনে আয় রোজগার সম্ভব?
২. এই আয় রোজগার -এর পক্রিয়াতে অংশগ্রহন করতে হবে কিভাবে?
৩. ১০০০ টাকা দিয়ে সেমিনারে অংশগ্রহন করা কি জরুরী?
উপরোক্ত বিষয়গুলো সহ অন্যান্য বিষয় যদি ব্লগাররা জানান আশাকরি অনেকেই উপকৃত হবে।