আজকাল শব্দের আকাশেও সূর্য অস্ত যায়-
মাঝে মাঝে রাত বাড়লে চিন্তাগুলো আটকে থাকে দুটো দাঁড়ির মাঝে,হয়তো শব্দ খুজে বেড়ায় ভাবাবেগে।
বাউলের একতারায় কেবল দোঁহাটি সুর
চারিদিকে নৈশব্দের নীল আগুন,
রুপ-রস-বর্ণ-গন্ধ সব অদৃশ্য,
স্বপ্নের মরুভূমিতে আত্ম অনুভূতির অর্থহীন মেঘ শুধু উড়ে চলেছে,
আর আমি অন্ধকারে একা,উদ্দেশ্যহীন বিষন্ন ছায়া্তে-
বসেই থাকি,ঘুমন্ত আগ্নেয়গিরির বুকে কান পেতে-
একটা হঠাৎ বিস্ফোরণ যদি হয়ে ওঠে কবিতা।