শহরে মে'মানুষের ভীড়ে আমি কোনো প্রেমিকা দেখিনা!
ঐ দেখো তোমার ঘুমন্ত জানালায়,কুয়াশাপোড়া চোখ মুছতে মুছতে কাঁপা বাষ্পের অক্ষরে 'ভালোবাসি' লিখে হেঁটে চলে যাচ্ছে কে?
এইসব কবিতা-টবিতা লিখার ব্যার্থ চেষ্টা..
এইসব শব্দের উপর শব্দ বসানো,মাঝেমাঝে একটু থেমে আবার বসিয়ে শব্দ..এইসব শব্দে মিহি কষ্টে বোনা বাক্য..সব-সবকিছুই একদিন খুব ভোরে খুব অপ্রয়োজনীয় মনে হবে।
কেউ প্রশ্ন ছুঁড়ে দিলে -একটা কন্ঠনালী ছেঁড়া চিৎকারে বৃষ্টিমূখর জনপদ ,মিথ্যেবাদী রোদের আশ্বাসবাণীতে বানিয়ে বানিয়ে শ্লোগান দেবে;মুহুর্মুহু "ভালো আছি।"
অথচ ভালো থাকাটা জরাজীর্ণ শীতের পাতায় ভর করে ঝরে ঝরে পড়ে..গাছ থেকে কার্ণিশ,জানলা থেকে পায়ে মাড়ানো পথে তোমার।
ঘুম থেকে গভীর ঘুমে,বুকের কাদায় আটকে যায় স্পর্শ।
দরজা খুলে দিলে রোদ,রোদ খুলে দিলে দরজা।
দরজার পাশে মাথার নীচে বালিশে চাপা দিয়ে যাই মৃত্যুপথযাত্রী কনফেশন নোট-কেমন আছো?
তোমার ঠোঁটের সিঁড়িঘরটায় গভীর পদচিহ্ন হয়ে বেঁচে উঠবোনা আমি হয়ত।
তোমার নিজ আয়নায় গাছপোশাকে নিজেকে ঢাকতে গিয়ে
তুমি আজ কেমন আছো?