৯০ পুর্ববর্তী আমাদের অনেক গৌরব উজ্জ্বল জাতীয় বিজয়ের পিছনে ছাত্রদের অবদান রয়েছে যা কেউ অস্বীকার করে না। তবে ৯০ পরবর্তী ছাত্র রাজনীতি সে অবদানের অনেক কিছু কে ম্লান করে দিয়েছে! কেন? সে ছাত্রদের মধ্য থেকে বর্তমানে যারা রাজনীতিবিদ হয়ে উঠেছে তারা কিভাবে সে গৌরব উজ্জ্বল আদর্শ কে টাকা এবং ক্ষমতার কাছে বিলিয়ে দিয়েছে? নৈতিক অধপতনের রাজনীতি বাংলাদেশের মানুষ কে বিষিয়ে তুলেছে তা কি আমাদের রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবিরা জানে? দেশের মানুষ তো কম ধৈর্য্য ধারন করে নাই। বর্তমান রাজনীতিবিদের অনেক সুযোগ দিয়েছে ভোটের মাধ্যমে। কিন্তু তার সুফল কি দেশের সব মানুষ পেয়েছে? হাঁ কিছু কিছু গোষ্টি রাতারাতি সুবিধাবাদের অট্রালিকা গড়েছে! আমাদের হাজার বিষেশনে ভূষিত জননেত্রী, দেশনেত্রীদের কল্যানে! দেশনেত্রী জননেত্রী কিভাবে হলো? তারা কি এ সব বিষেশনের অর্থ জানে? ফজলুক হক কিভাবে শের হয়ে উঠেছে? মাওলানা ভাসানী কিভাবে মজলুম
জননেতা হয়েছে? শেখ মুজিবুর রহমান কিভাবে বঙ্গবন্ধু হয়ে উঠেছে?
ত্যাগে না ভোগে? ব্যক্তি এবং গোষ্টি স্বার্থের জন্য আপনারা( রাজনীতিবিদরা) কিভাবে আমাদের দেশের ভবিষৎত(ছাত্রদের) কে ধ্বংস করিতেছেন?? জননেত্রী দেশনেত্রী কি ইহার মধ্যেই মহিম্নানিত?
একবার ভাবুন ............
শিক্ষাই জাতীর মেরুদন্ড? নাকি সুশিক্ষাই জাতীর মেরুদন্ড? আমাদের জাতীর মেরুদন্ড কি আছে? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি নামের আত্মগাতী রাজনীতির কি কোন প্রয়োজন আছে? পাবলিক বিশ্ব বিদ্যালয়, কলেজ গুলোতে কি সুশিক্ষার কোন পরিবেশ বর্তমানে আছে? ছাত্রদের কিভাবে মুখোশের আড়ালে ব্যবহার করা হচ্ছে জননেতা, নেত্রী সেজে?
দেশের বুদ্ধিজীবিরা এমন সামাজিক বৈষম্যের কথা বলে না কেন? আমাদের বেশীর ভাগ
বুদ্ধিজীবিই অতীতে কর্ম জীবনের বেশীর ভাগ সময়ই বিদেশী সংস্হা গুলোর জন্য ব্যয়
করেছে! অবসর জীবনে এসে লাঠি দিয়ে ঢোল বাজাচ্ছে! কিন্তু কার জন্য ঢোল বাজাচ্ছে? পুজিঁপতিদের স্বার্থে কি? যাই হোক..
যে বিষয়ে জানার জন্য এ পোষ্ট লেখা........
বিচারপতি শাহবুউদ্দিন আহমেদ সহ আরো অনেকেই বর্তমান ছাত্র রাজনীতির নৈরাজ্যের
বিরুদ্ধীতা করেছে। এবং তারা বলে ছিলো যে কয়েক বছরের জন্য হলে ও যেন ছাত্র
রাজনীতি বন্ধ রাখা হয় দেশ ও জাতীর স্বার্থে। কিন্তু কিসে কি?! প্রায় সব রাজনীতিবিদই
প্রতিবাদ করলো! সাথে সাথে আমাদের শিক্ষক নামের বিবেকদের ও কিছু অংশ প্রতিবাদ করলো! তারা সংবাদ সম্মেলন বা জনসমাবেশে করে কি বলে ছিলো? মনে আছে কি আপনাদের? দেশ এবং জাতী কে নেতৃত্ব শুন্য করার জন্য ষড়যন্ত্র করা হইতেছে। ছাত্র রাজনীতি বন্ধ করে দেশের ভবিষৎত কে ধ্বংস করা হবে ইত্যাদি।
যারা এসব বলে ছিলো বা বিরুদ্ধীতা করে ছিলো তাদের ছেলে মেয়েরা কি বাংলাদেশের কোন পাবলিক কলেজ বা বিশ্ব বিদ্যালয়ে পড়ে? পাবলিক স্কুলের কথা বাদই দিলাম। নাকি পৃথিবীর বিভিন্ন দেশের কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ে পড়ে? তাদের ছেলে মেয়েরা কেন ছাত্র রাজনীতি করিতেছে না দেশে থেকে দেশের কলেজ, বিশ্ব বিদ্যালয় গুলোতে ভর্তি হয়ে?! তাদের নিজেদেরর ছেলে মেয়েরা কি নেতৃত্বের শিক্ষা থেকে বন্চিত হচ্ছে না? না তারা হচ্ছে না!! কারন রাজনীতিবিদের ছেলে মেয়েরা কোন কিছু থেকেই বন্চিত হতে পারে না! কারন তাতে জাতির স্বপ্ন জড়িত। রাজনীতিবিদের ছেলে মেয়েরা বিদেশ
থেকে ডিগ্রী নিয়ে দেশে এসে বাবা মায়ের পরিচয়ে হয়তো কোন বড় সরকারী বেসরকারী চাকরী ভাগিয়ে নিচ্ছে বা নব্য ধনী সেজে ব্যবসা বাণিজ্য খুলছে নয়তো কমিশন বাণিজ্য করে যাচ্ছে। রাজনীতির সাইনবোর্ড তো তাদের বংশগত। যে সব বামপন্হীরা বৈষম্যের গান গায় পুজিঁবাদের বিরুদ্ধীতা করে মাইকে , টিভির টক শোতে
তাদের ছেলে মেয়েরা পুজিঁবাদের পুজিঁ খেয়ে বেঁচে আছে। তা মনে হয় জাতির জানার
দরকার আছে। আমাদের রাজনীতিবিদেরা মুখে এক কথা এবং অন্তরে কেন অন্য স্বার্থের
চর্চা করে??
যে সব রাজনীতিবিদের ছেলে মেয়েরা বিদেশের কলেজ ,বিশ্ব বিদ্যালয়ে শিক্ষা
গ্রহন করিতেছে তাদের একটা তালিক করা দরকার। কেন তাদের ছেলে মেয়েরা বিদেশে
পড়া লেখা করিতেছে? দেশে এত সুন্দর শিক্ষার পরিবেশ থাকতে! তারা তো নেতৃত্ব
অর্জনের শিক্ষা থেকে বন্চিত হচ্ছে। সে সব রাজনীতিবিদের তালিকাটা করা দরকার...
সবাই অংশ গ্রহণ করুন এবং এ সব নষ্ট রাজনীতিবিদের মুখোশ খুলে দিন। যারা অন্যের
বাহুবলে(ছাত্রদের) ক্ষমতার রাজনীতি করে অথচ নিজের বাহু(ছেলে মেয়েদের) যত্নে
রাখে....।
১........................
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২০