।। আমরা শুধুই আরেকটা নির্বাচন চাই না , আমরা পরিবর্তন চাই ।।
।। আমরা জনগণ ,আমরাই সকল ক্ষমতার উৎস ।।
--পর পর দুইবারের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী বা কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না ।
--পর পর দুইবারের বেশি কোন ব্যক্তি একই আসন থেকে এমপি ,মেয়র ,চেয়ারম্যান এমনকি মেম্বার নির্বাচনও করতে পারবে না ।
--একই ব্যক্তি একাধিক আসনে নির্বাচন করতে পারবে না ।
--দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তা না পারলে ছাত্র রাজনীতিই নিষিদ্ধ ঘোষণা করা হউক ।
--সংসদে যে কোনো বিল পাশের জন্য সংসদে সর্বদলীয় বা নিরপেক্ষ কমিটি (কংগ্রেস) থাকতে হবে ।
--ধর্ম এবং মুক্তিযুদ্ধ নিয়ে সব রকমের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ।ইতিহাসে কাউকে বড় বা ছোট দেখানোর প্রতিযোগিতা বন্ধ করতে হবে ।
--স্বাধীনতাবিরোধী দলের রাজনীতি নিষিদ্ধ হউক ।প্রয়োজনে তারা দল থেকে স্বাধীনতাবিরোধী লোকজনদের বাদ দিয়ে দল পূণগঠন করে নুতন নামে দল করুক ।
--ঢাকা শহর কে বিকেন্দ্রীকরণ করতে হবে ।
--প্রশাসন ,বিচারবিভাগ ,দুদক এবং নির্বাচন কমিশনকে স্বাধীন ও সর্বোচ্চ শক্তিশালী করতে হবে ।সেনাবাহিনী এবং সিভিল সার্ভিসকে সরকারী প্রভাবমুক্ত করতে হবে ।
--হরতাল ,অবরোধ সহ সব ধরনের সহিংস রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করতে হবে ।
--প্রত্যেক এমপিকে তার আসনভুক্ত এলাকাতে সংশ্লিস্ট বিরোধী দলের প্রধান ,প্রশাসন এবং সিভিল সোসাইটি নিয়ে প্রতি মাসে খোলামেলা জবাবদিহি মিটিং বাধ্যতামূলক করতে হবে এবং মিডিয়ার মাধ্যমে সরাসরি তা সম্প্রচার করতে হবে ।
--তিন বছরের মাথায় সরকারের জনপ্রিয়তা যাচাই করার জন্য মধ্যবর্তী নির্বাচন করতে হবে এবং কোনো আসনে কোনো এমপি একটি নুন্যতম ভোট না পেলে তার আসনে সর্বোচ্চ ভোট প্রার্থী স্থলাভিষিক্ত হবে ।
--নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের প্রতি বছর এমপি ,মন্ত্রীদের ট্যাক্স রিটার্ন জনসমক্ষে প্রকাশ হতে হবে ।
--যে কোনো বৈদেশিক চুক্তি জনসমক্ষে প্রকাশ হতে হবে ।
--ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের মাধ্যমে সারা দেশে একযোগে ভোট গ্রহণ ,গণনা এবং ফলাফল লাইভ প্রকাশ করতে হবে ।
।। পরিবারতন্ত্র নিপাত যাক ,গণতন্ত্র মুক্তি পাক ।।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮