ওকে তাইলে শুরু করা যাক।
৭। স্কিল সেটিংস : আপনার যতগুলো স্কিল আছে লিখুন। কিন্তু মনে রাখবেন বেহুদা স্কিল দেবেন্না। যেমন আপনি দিলেন পি এইচ পি এর স্কিল। কিন্তু কাজ করার পর দেখলেন পারলেননা, তাইলে আর বলার কিসু নাই। ৪ হচ্ছে বেস্ট । অনেক প্রফেশলানরাও ৪ রেটিং দিয়ে থাকেন।
৮। জব প্লাটফরম নির্বাচন: ডাটা এন্ট্রির কাজ যদি করতে চান তাইলে আগে থেকেই সেই বিষয়ে প্রেকটিশ করে নিন। যেমন গুগল ডক। এক্সেল। জিমেইল থাকলে গুগল ডক পরখ করে নিন। কাজে দিবে। ক্রেইগলিস্ট কাজ করার আগে এটি সম্পর্কে উইকি তে ভাল আর্টিকেল আছে পরে নিন। বিশেষ করে এটির শর্ত সমূহ । সবচেয়ে ভাল হয় আপনি যদি এমাজন এবং এর সংশ্লিষ্ট বিকিকিনির সাইট আছে ঐগুলোতে একাউন্ট করে একটু ঘুরাঘুরি করেন। মানিবুকারস থাকলে ইবেতে একাউন্ট করুন। ওয়েবের কাজ করতে চাইলে আপনি কমপক্ষে ৫০ টি সুন্দর ফ্রি পরিষ্কার টেমপ্লেট নিয়ে গবেষণা করুন। ওয়েব ডেভেলপ করতে চাইলে নেটবিনস, আপটানা, ড্রিমওয়েভার নিয়ে রাখুন।
সোশাল নেটওয়ারকিং সাইট গুলোতে একানউট থাকা জরুরি। ৫০ টির উপর ভাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে। পারলে সব গুলোই চেখে দেখুন।
৯। ফোরাম : ফোরাম এ আর্টিকেল পোস্টিং এর কাজ পাওয়া যায়। তাই যতগুলো পারেন , ভাল ভাল ফোরামে একাউন্ট করুন। এতে করে হুট করে ফোরাম ব্যবহারে ঝামেলা হবেনা। এতে করে কিছু শিখতেও পারবেন।
১০। এসইও : হুম আমি অবশ্য তেমন কিছু জানিনা। তবে ব্লেক হেট থেকে দুরে থাকুন। লিংক হুইল কিংবা এইরকম কিছু করা থেকে বিরত থাকুন। আর এই বিষয় নিয়ে কোন ফোরামের পোস্ট গুলো পড়ুন। কাজে দিবে।
১১। ওয়েব রিসার্চ: গুগল এর উপরে কেও নাই তবে এইটা টেস্ট করুন। গুগল এর ওয়ান্ডার হুইল দিয়ে সার্চ করুন। মজা পাবেন। এডভান্সড অপশনও ব্যবহার করুন।
১২। ইনটারনেট কানেকশন: এইটা প্লিজ ঠিক রাখুন। আমি অনেক কাজ মিস করেছি। শুধু ডিসকানেকশন হবার কারনে। ধরুন স্কাইপিতে ইনটারভিউ দিচ্ছেন । হঠাৎ .........
১৩। ওয়ার্ড প্রেস জুমলা: আপনি ফ্রি হোস্টিং নিয়ে এই সব ব্লগিং প্লাটফরম গুলো নিয়ে নাড়াচাড়া করুন। সাথে বিভিন্ন এডভান্সড টিপস্ এবং প্লাগইন সম্পর্কে ধারনা রাখুন।
১৪। কাস্টমার রিলেশন: আপনি হয়ত একটি কাজ পেলেন এবং সাফল্যের সাথে শেষ করলেন। কিন্তু শেষ হইলেও হইলোনা শেষ। বায়ারকে একটি সুন্দর ধন্যবাদ চিঠি দিবেন। + যদি পারেন নিয়মিত ২/১ মাস পর আপনার লেটেস্ট স্কিল সম্পর্কে জানিয়ে উনার খোজ খবর নিয়ে সুন্দর করে চিঠি দিবেন।
আজকে আর লিখতে পারছিনা। ক্রোম দিয়ে লিখতে গিয়ে বিরক্ত লাগছে। বানান এর জন্য দু:খিত।
ওডেস্ক টিপস্ ১