কি এক অমোঘ মায়ার বাঁধনে
যত্নে বাধিঁলে হিয়া
কি এমন পবনে তীব্র ধূসর টানে
চলেছ সাথে নিয়া।
কোন এক কৃষ্ণ প্রহরের প্রান্ত বেলায়
নির্ঘোম তুমি জাগালে আমায়,
চুলের আঁচলে আদরে ঢাকিয়া দু'চোখ
মাতিলে কি মায়ার খেলায়।
তখনো জাগেনি পাখ-পাখালী-বৃক্ষ-ভূবন
ভাঙেনি যবে সূর্যের ঘুম,
একা তুমি এলোচুলে মাথা গুঁজে এই বুকে
খেলেছ উষ্ণ মায়ার ধুম।
কি এক মায়াময় স্বপ্নে বিভোর করে
বেঁধেছ মায়ার বাঁধন,
কি এমন সুখ-সুধা দিলেগো দিলে ঢেলে
পুলকিত হল-তৃপ্ত এ জীবন,
রচনা: ০৩/০২/২০১৫