বানান ভুল হলে একটু শুদ্ধ করে পড়ে নিবেন প্লিজ...........
রাতের খবরের পর বিটিবিতে একটা অনুষ্ঠান হয় "এই দিনের সেই সময়"।
সেখানে প্রথমে উপস্থাপক বলেন, এই দিনের সেই সময়কার সরকারের সময়ে ছিল দ্রব্য মূল্যের উর্দ্ধ গতি, খুন, ডাকাতি , রাহাজানি, ধর্ষণ ইত্যাদি। আসুন চোখ বুলাই সেই দিনের পত্রিকার পাতায়।" এভাবেই উপস্থাপনা শুরু এবং চলে আ------ধা ----------ঘ--------------ন্টা।
আমার জানতে ইচ্ছা করে আজকের দিনে তারচেয়ে কতটুকু ভালো। দ্রব্য মূল্যের উর্দ্ধ গতি, খুন, ডাকাতি , রাহাজানি, ধর্ষণ ইত্যাদি এসব কি বন্ধ হয়েছে নাকি তুলনামুলক কমে গেছে। এই সরকার খুব ভাল কাজ করছে?
বলুনতো এক্ষেত্রে এদেরকে আমাদের কি বলা উচিত?
আমি বিএনপি দলের লোক নই । আবার না আওয়ামী লীগ।
আমাদের রাজনীতির ট্রেডিশন এটাই হয়েছে, যে ক্ষমতায় থাকবে সেই লুটবে।সুতরাং এদের কাছে আমরা কি প্রত্যাশা করতে পারি। আমাদের দেশে বেছে নেয়ারমত কোন দল নাই ।আমি দেখবো কিনা জানিনা্ । তবে আমি নতুন দলের আবির্ভাব আশা করি।