ছবিটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বৃহত্তম বাদাঘাট বাজার'র।
এটি জেলারোও সবচেয়ে বড়ো বাজার। বৃষ্টিতে বর্তমানে বাজারটির এমন হয়। একদিনের বৃষ্টি কয়েকদিনের ভোগান্তি। কারণ, ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। যাও আছে তারোও মুখ বন্ধ। সুতরাং জল নির্মগণের ব্যবস্থা নাই। প্রশ্ন উঠতে পারে- ব্লগে আমি এমন বিষয় আনছি কেনো! আমার উত্তর হবে, আমি আমার এলাকাটিকে ভালোবাসি। তাই, স্থানীয় লোকেদের কাছে সীমাবদ্ধ না থেকে উপস্থাপন করছি সর্বক্ষেত্রে। আমি নেতা নই কিন্তু আমাকে এ পথ দিয়ে হাটতে হয়।
এ বাজারে ২০০০ এর উপরে দোকান আছে। তারা সবাই বাজার এলাকার বাসিন্দা নং, তাই তাদের চেয়ে দরদ আমার বেশী। যদিও ব্যবসায়িক লাভবান তারা'ই।
শিরোনামটা ছিলো, গ্রামীণ জীবন বনাম শহুরে উন্নয়ন। সত্যি কথা বলতে কি- আমি অনেক গ্রামে গিয়েছি এবং পেয়েছি অনুন্নয়ন। কিন্তু-শহরে হচ্ছে, ভালোই হচ্ছে। এসব দ্বীমুখি নীতি কি তাহলে মানুষকে গ্রাম বিমুখ করাই উদ্দেশ্য? যদি তাই হয়- তবে সেটা হবে খাল কেটে কুমীর আনা। কারণ, গ্রাম বাদ দিয়ে দেশ হয়না।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭