আমি সিলেট শহরে আছি প্রায় ১৩ বছর হয়ে গেলো। এর মাঝে আছে শিক্ষা জীবন, কর্ম জীবনের প্রয়োজনে এ শহর থেকে দূরের এক শহরে কিছুদিন থাকা। কিন্তু আসা-যাওয়া ছিলো বাড়ি থেকেও বেশি। অথচ, যখন এ শহরে আবার ফিরে আসলাম-এসে দেখি কাছের লোকগুলোর বেশিরভাগ এ শহর ছেড়ে চলে গেছে। এ শহর পানসে লেগে ঘেলো। কিন্তু ছেড়ে যাওয়া হলোনা এখনো।
এ শহরে লাখো কর্মজীবি মানুষ বসবাস করেন আমার মতো, আপনার মতো বা অন্য কারোও মতো। এ শহরে আসতে নাকী সহজে কেউ চাননা, কিন্তু একবার আসলে সহজে কেউ নাকী যেতেও চান না। ভালো লেগে যায় এ শহর, অনেকে প্রেমে পড়ে যান এ শহরের।
মোবাইল সস্তা হবার প্রারম্ভে কিছু শ্রমজীবি লোক মিলেমিশে মোবাইল কেনা শুরু করলেন দেশের বাড়িতে যোগাযোগের সুবিধার্থে। দেখলাম-একটি মোবাইল ৫/১০ জন মিলে ব্যবহার করা শুরু। রাস্তায় কথা বলতে তারা ভয় পেতেন-''দেখো শালার রিক্সাওয়ালা/ঠ্যালাওয়ালা/অন্যান্য মোবাইল ব্যবহার করে।'' আস্তে আস্তে ভয় যাওয়া শুরু করলো। এখন ৭০০/৮০০ টাকায় মোবাইল পাওয়া যাওয়ার এই সময়ে জনে জনে মোবাইল ব্যবহার শুরু হয়ে গেছে। ইচ্ছে করলেই একজন রিক্সাওয়ালা তাঁর রিক্সা থামিয়ে বাড়ির সবার খোঁজ নিতে পারেন।
অপমান মূলক ''চায়না মোবাইল?'' শব্দটি ধন্যবাদ পাওয়ার দাবীদার। (এখানে অতিরিক্ত মোবাইল বা নিম্ন মানের মোবাইল ব্যবহারের অপকারীতা বিষয় নিয়ে আলোচনায় গেলামনা)।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৯