সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন'র লাউড় এলাকায় যাদুকাটা নদী বসত করে। এই নদীকে বলা হয় রূপের নদী। হাজারো কাটা-ছেড়া করার পরেও তার রূপ কমেনা বৈ বাড়ে। আসুন; একটু ঢুঁ মারিঃ
এভাবেই প্রতিদিন নদীর বুক ছিড়ে ছুটে চলে জীবনের তাগিদে মানুষজন।
নদীর চরে জীবিকা'র লড়াই।
এ এক অন্য রকম সৌন্দর্য্য।
এ এক অন্যরকম ব্যাপার-স্যাপার। যেখানে জীবন থেমে থাকেনা।
পারাপার কিন্তু নৌকাতেই। আর কিছু নাই যে।
সাপের মতো এঁকেবেঁকে চলা।
নৌকাগুলোর বিশ্রামাগার।
যেন কোন শিল্পীর আঁকা স্কেচ।
এভাবেই ক্ষত-বিক্ষত করা হয়েছে রূপসীকে হাজারো-বার, লাখো-বার।
কিন্তু সূর্যাস্ত থেমে থাকেনা; নতুন দিনের অপেক্ষায়-সূর্য অস্ত যায় এখানেও।
এ যেনো যুদ্ধে যাচ্ছে। যুদ্ধইতো, জীবন যুদ্ধ। এ ছবিটা নতুন করে না দিয়ে পারলামনা।
কীভাবে যাবেনঃ
বাংলাদেশের যে-কোন স্থান থেকে সুনামগঞ্জ শহর আসতে হবে। তারপর সিএনজি, কার বা মোটর-সাইকেল করে চলে যান গন্তব্য স্থানে। সুনামগঞ্জ শহরে থাকার ব্যবস্থা আছে। চাইলে নদী পাড়ে তাবু-বাস করতে পারেন। আশে-পাশের নয়নাভিরাম টিলা গুলো দেখেও মন ভরবে।
কৃতজ্ঞতা স্বীকারঃ কিছু ছবি গুগল থেকে ডাউনলোড করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০