রঙ-তুলি দিয়ে যা খুশী তা আঁকার মতো করে
২০/২৫ বছরের তরুণীর মনে ঝড় তোলা যায়না!
তবুও ১৫/২০ মনে করে পাশার যে গুটি ছেড়েছিলেম;
মুঠোয় নিয়ে গুড়ো করে টুকরোগুলি ছুড়ে দিয়েছিলে
দূরে; বারংবার ব্যবহারের সুযোগ রহিত করার ইচ্ছেতে!
ছেলেরা একটু বেহায়াই হয়; মেয়েরা যেমন ভীষণতরো স্বার্থপর!
তুমি সব দাও, শাসন চলবেনা;
তুমি যা বলা হয়-তাই করো,
কৈফিয়ত তলব করা যাবেনা!
মধ্যরাতের আলতো ঘুমে ছুঁতে মানা!
তবুও মিনতি করাই সার!
তা না হলে; বলপ্রয়োগে আর যাই হোক;
কাম-দেব তুষ্ট হয়না!
ইদানিং ফুলেদের পাখনা গজিয়েছে বলে;
ফুলেল আবদার তোড়াই কেয়ার করো তুমি!
ছেলেরা একটু বেহায়াই হয়, মেয়েরা যেমন ভীষণতরো স্বার্থপর!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩