হাত বাড়িয়ে ধরা হয়নি বলে
ভেবোনা তোমায় আমি স্পর্শ করিনি।
সন্ন্যাসী বলে প্লেটোনিক দাস বানিয়ে
নিজে থাকবে অধরা কামনায়
আর আমাকে ক্রুশবিদ্ধ করবে
কাছে না আসার ভালো না বাসার
সব নিরাপদ আয়োজনে-এমনটা ভাবলে
তোমায় আজ আমার ভালোবাসার গল্প
শুনতেই হবে- তারপর না হয়
বলে ফেলো অসভ্য কোথাকার!
যদি ভেবে থাকো আমি নির্লিপ্ত সাধক
তবে এটাও জেনে রাখো তুমিই আমার
আরাধনার দেবী-যার গহীনে ডুব দিব
বলে আমার সব ধ্যানমগ্ন অপেক্ষার প্রহর।
এবার নিশ্চয়ই খুব অট্টহাস্য দিয়ে ভাবছো
বোকা সাধক- আমায় কি আর খুঁজে পাবে?
আমি ধরা না দিলে তোমার হজার বছরের
ধ্যান দিয়েও কিছু হবে না বোকা খোকা!
কিন্তু জানো কী? তোমার এমন ভাবনায়
আমার বয়েই গেল! আমিত কবেই শিখে
ফেলেছি কিভাবে মন দিয়ে স্পর্শ করতে হয়।
কি এবার লজ্জা পাচ্ছ খুব? নাকি রাগ হচ্ছে?
একদিন আমার মনের ঘরে তোমাকে নিয়ে আসলাম।
সেখানে খুব ঝড় বৃষ্টির তাণ্ডব চলছিল
তোমাকে আবিষ্কার করব বলে আমি যেন
হাজার বার জন্ম আর মৃত্যুর চক্রে অবশেষে
তোমাকেই আলতো করে কাছে টেনে আনলাম!
তোমার লাজুক চোখে তখন না দেখার ভান
আমার রক্তে হাজার বছরের মধুর সে বান!
তারপর- কিছু মুহূর্তের অলৌকিক সুখে তোমার
ক্যানভাসে আমি এঁকে দিলাম বসন্তের চুম্বন উৎসব।
এবার নাহয় বলেই ফেলো চুপ কর বেয়াদপ!
তোকে আমি মেরেই ফেলব!
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৬