সেফ ফাইন্ডার রিমুভ করব ক্যাম্নে?
কী ঝামেলায় পড়লাম রে ভাই! গুগল ক্রোম, মজিলা সব জায়গাতে সেফ ফাইন্ডার নামের উটকো এক ঝামেলা এসে জুড়ে বসেছে। কোনো মতেই এইটারে সরাইতে পারতেছি না। ইউটিউবের কয়েকটা টিউটরিয়াল অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। কাম হইল না। কন্ট্রোল প্যানেলে এই নামে কিচ্ছু নাই, যারে রিমুভ করুম। তবে পয়েন্টার অ্যাগ্রিগেটর নামের কী একটা... বাকিটুকু পড়ুন
