২০১৬ সালের অক্টোবর মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারত ট্যুরে ছিলাম। ২১ দিনের অধিকাংশ সময়টাই কেটেছে হিমালয়ের সান্নিধ্যে। আমার এবারের ট্যুর ছিলো দেবভূমি খ্যাত উত্তরাখন্ড রাজ্যে। ভারতের উত্তরাখন্ড রাজ্যটি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে গাড়োয়াল বিভাগ আর অন্যটি হচ্ছে কুমায়ুন বিভাগ।আমার ট্যুরটা ছিলো মূলত গাড়োয়াল অংশ কেন্দ্রিক। রুটটা ছিলো,
কলকাতা > হরিদ্বার > জানকিচাট্টি > যমুনাত্রী > উত্তরকাশী > গঙ্গোত্রী > ভুজবাসা > গোমূখ > তপোবন > শ্রীনগর > শোনপ্রয়াগ > কেদারনাথ > চোপতা > তুঙ্গনাথ > চন্দ্রশীলা >
বদ্রীনাথ > হরিদ্বার > সিমলা > দিল্লী > কলকাতা। এই ২১ দিনে বিভিন্ন রকমের বিচিত্র অভিজ্ঞতা হয়েছে আমার।
সামুতে এই বিষয়ে একটা সিরিজ লেখা শুরু করেছি। প্রিয় সামু।
এই পাতাটি হচ্ছে সূচিপত্র, অর্থাৎ সবগুলো পর্বের লিঙ্ক এই পাতায় পাওয়া যাবে। যখন যে পর্বটা লেখা হবে তা এখানে এড করে দেয়া হবে। ধারাবাহিকভাবে লেখাগুলো থাকবে। এছাড়া বিবিধ এবং কথোপকথন নামে দুটো আলাদা অধ্যায় থাকবে। এই ভ্রমন চলাকালীন সময়ে টুকটাক বিভিন্ন মানুষের সাথে আমার টুকটাক বিভিন্ন কথাবার্তা হয়েছে, কথোপকথন অধ্যায়ে এগুলো সংযোজিত হবে। ভ্রমণটিতে আমার নিজস্ব কিছু অভিব্যাক্তি আছে, এগুলো ছাড়াও যদি বিশেষ কিছু নিয়ে কখনো কিছু লেখা হয় সেগুলো বিবিধ অধ্যায়ে সংযোজিত হবে।
২০১৫ সালের ভারত ভ্রমণ নিয়েও একটা সিরিজ লিখেছিলাম। সবমিলে সেটা ৩০ পর্ব পর্যন্ত লেখা হয়েছিলো।
কম খরচে আবার ভারত
উত্তর ভারতের হিমালয় নামের এই সিরিজটিও আমি উৎসর্গ করতে বাধ্য হলাম আমার বাবাকে। তার মতো স্নেহপ্রবণ পিতা আমি আমার জীবনে আর কাউকে দেখিনি।
সবগুলো পর্ব
উত্তর ভারতের হিমালয় (পর্ব - সারাংশ)
উত্তর ভারতের হিমালয় (পর্ব - প্রারম্ভিকতা)
উত্তর ভারতের হিমালয় (পর্ব - ১, আধিক্য যশোর রোড)
উত্তর ভারতের হিমালয় (পর্ব - ২, আধিক্য চুঙ্গিওয়ালা)
উত্তর ভারতের হিমালয় (পর্ব - ৩, আধিক্য বনগাঁ লোকাল )
কথোপকথন
বিবিধ
হৃদি ভেসে যায় অলকানন্দা জলে
মন্দাকিনী
মুসলমান! বের হয়ে যাও .... মুসলমান! ক্ষমা করো
ছবিটি যমুনা দেবীর মন্দির থেকে তোলা। ভারতের যমুনা নদী যে কয়টি ঝরনা থেকে উৎপত্তি হয়েছে তার প্রধানতমটিতে দাঁড়িয়ে। জায়গাটা ১০,৭৯৭ ফিট উঁচুতে।
হ্যাপি ট্রাভেলিং।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২