জীবন-মৃত্যুর চিত্রপটে যে রঙ এঁকেছ তুমি
রহস্যের ঘোমটাখানি পরায়ে দিয়েছ তাঁকে-
সন্ধ্যা বেলার অস্পষ্ট আলোয়;
তবুও আমার প্রাণে যে পিপাসা
দিবালোকের নির্জন প্রহরে-
গভীর বিরহের অস্ফুস্ট শব্দে ভেঙ্গে পড়েছিল আকুল কান্নায়,
চন্দ্রালোকে চোখের সেইজল জোৎস্নার কন্ঠে পেয়েছিল বৃষ্টির ভাষা।
সকল পাওয়া বেদনার মতো ধীরে ধীরে প্রাণে এসে বাজে-
হৃদয়ে যে রক্ত ঝরে পথের শূণ্য হাহাকারে;
তখন তোমাকে পাই অনুভবে
অশ্রুত বাঁশরির রূপহারা সঙ্গীতে।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২